লিভিং ইনসাইড

যেভাবে চিনবেন আসল এন-৯৫ মাস্ক


প্রকাশ: 23/01/2022


Thumbnail

বিগত দুই বছরে পুরো বিশ্বই উল্টে-পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। এই করোনার তান্ডবের কারণে অনেকেই হারিয়েছে আপনজন, হারিয়েছে প্রিয় মানুষগুলিকে। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবার পুরো বিশ্বে হানা দিচ্ছে। এই করোনার তান্ডবের শেষ কোথায় হবে আমরা কেউ জানি না। 

তবে করোনাভাইরাস থেকে বাঁচতে এন-৯৫ মাস্ক ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকেরা। ফলে মাস্কের চাহিদা বেশি এখন।  কারণে এই মাস্কের চাহিদা অনেকটাই বেশি। এন-৯৫ মাস্ক পরলে শুধু করোনা কেনো, সকল ভাইরাস থেকেই দূরে থাকা সম্ভব চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু চাহিদার কারণে কিছু ব্যবসায়ী বাজারে নকল এন-৯৫ মাস্ক নিয়ে এসেছে। সেসব মাস্ক ব্যবহার করলে যে সুবিধা পাবেন না, তা তো বুঝতেই পারছেন বরং আক্রান্তের সম্ভাবনাও থাকবে।

মাস্ক কিনতে গেলে দেখবেন, বাজারে নানা ধরনের মাস্ক রয়েছে। এর ভেতরে এন-৯৫ এর নাম করে ভিন্ন কোনো মাস্ক বিক্রি করা হচ্ছে হয়তো। এদিকে আপনি অনেকগুলো টাকা খরচ করে সেই নকল মাস্কই কিনে আনলেন শুধু চিনতে না পারার কারণে। এই মাস্কগুলো দেখতে আসল এন-৯৫ মাস্কের মতোই। কিন্তু এর ভাইরাস প্রতিরোধ করার কোনো কার্যক্ষমতা নেই। তাহলে আসল এন-৯৫ মাস্ক কীভাবে চিনবেন?

আসল এন ৯৫ মাস্ক চিনবেন যেভাবে

বিশেষজ্ঞদের পরামর্শ হলো, এন-৯৫ মাস্ক পরার সময় নাক এবং মুখ সম্পূর্ণভাবে ঢেকে নিন। এরপর সানগ্লাস অথবা চশমা পরে নিন। এবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন। যদি আপনার নিঃশ্বাস থেকে নির্মিত বাষ্প সানগ্লাস অথবা চশমায় লেগে যায়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এন-৯৫ মাস্কটি নকল। এছাড়া মাস্কের উপরে লেখা বিবরণ পড়েও জানতে পারবেন যে মাস্কটি আসল কি না। কাজেই, এন-৯৫ মাস্ক কেনার আগে বিবরণী পড়ে নেবেন। এতে নকল মাস্ক কেনার ভয় থাকবে না।

এন-৯৫ মাস্ক ব্যবহারের সঠিক উপায়

প্রায় দুই বছর ধরে মাস্ক ব্যবহার করলেও অনেকে এখনও এন-৯৫ মাস্ক ব্যবহারের সঠিক উপায় জানেন না। বিশেষজ্ঞদের মতে, একটি মাস্ক খুব বেশি হলে পাঁচ বার ব্যবহার করা যেতে পারে, তবে এর বেশি ব্যবহার করা যাবে না। তাই একটি নয়, একাধিক মাস্ক কিনে রাখুন। একটি মাস্ক বার বার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো ব্যবহার করুন। এন-৯৫ মাস্ক অবশ্যই পরিষ্কার করে নিতে পারেন। পাঁচ-সাত মিনিট মাস্কটি গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। তবে কোনো ধরনের ডিটারজেন্ট বা ব্রাশ ব্যবহার করবেন না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭