লিভিং ইনসাইড

ইন্সটাগ্রাম থেকে ছবি, ভিডিও সেভ করার সহজ পদ্ধতি


প্রকাশ: 23/01/2022


Thumbnail

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইন্সটাগ্রাম। মেটার মত এই প্ল্যাটফর্মেও  ছোট থেকে বড় বর্তমান সময়ে সবার বিচরণ। বলা যায়, মেটার মত সমান জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। তাই এই জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিষ্ঠানটি নিয়ে আসছে নতুন নতুন ফিচার। 

বর্তমানে ইনস্টাগ্রামের সর্বশেষ এবং জনপ্রিয় ফিচার হচ্ছে রিল তৈরি করা। ইনস্টাগ্রামের বিশেষ এই ফিচারের মাধ্যমে ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ছোট ভিডিও ক্যাপচার করে নিজের প্রোফাইলে আপলোড করতে পারবেন। ফলে আপনার ফলোয়ারের সংখ্যা বাড়বে যথাসম্ভব তাড়াতাড়ি। এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার।

নতুন এই ফিচারের মাধ্যমে  ইনস্টাগ্রামে ডিলিট হওয়া ছবি, ভিডিও, স্টোরি, রিল রিস্টোর করা যাবে। যদিও ডিলিট করার ২৪ ঘণ্টা পর্যন্ত রিস্টোর করা সম্ভব হবে। এ ছাড়াও যে কোনো পোস্ট ডিলিট হওয়া অথবা আর্কাইভ করার ৩০ দিনের মধ্যে তা ফিরিয়ে আনার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। হ্যাকাররা যেন অ্যাকাউন্ট থেকে ছবি ভিডিও ডিলিট করে দিতে না পারেন সেই উদ্দেশ্যেই এই ফিচার এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপের ভিতরে ডিলিট করা সব ছবি, ভিডিও, রিল, স্টোরি Recently Deleted ফোল্ডারের মধ্যে পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ডিলিট হওয়া কনটেন্ট ফিরে পাবেন-

> আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করে প্রোফাইলে যান।
> স্ক্রিনের ডান দিকে উপরে মেনু অপশন সিলেক্ট করুন।
> এবার সিলেক্ট করুন সেটিংসে।
> এরপর সেটিংস মেনু থেকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করুন।
> এখানে Recently Deleted অপশন বেছে নিন। এখানে সম্প্রতি ডিলিট হওয়া সব কনটেন্ট দেখতে পাবেন।
> যে পোস্ট রিকভার করতে চান সেটার উপরে ট্যাপ করুন।
> ডান দিকে উপরে থ্রি-ডট মেনু সিলেক্ট করুন।
> এখানে পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করার অপশন পাবেন।
> ডিলিট হওয়া পোস্ট রিস্টোর করতে OTP এর মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হবে। এই জন্য আপনার মোবাইল নম্বর ও ইমেলে OTP পাঠাবে ইনস্টাগ্রামে।
> OTP দিয়ে সেই পোস্ট রিকভার অথবা পাকাপাকিভাবে ডিলিট করে দিন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭