ইনসাইড এডুকেশন

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন: মহানগর ছাত্রলীগের নিন্দা


প্রকাশ: 24/01/2022


Thumbnail

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে সিলেট মহানগর ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাননীয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নকারীদের কর্মকাণ্ডে সিলেট মহানগর ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে সেই অবস্থায় এরকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে বলে মনে করে সিলেট মহানগর ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনের নামে এধরনের অমানবিক কর্মকাণ্ড কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিটি নেতাকর্মী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অগ্রসেনার ভূমিকা পালন করে প্রতিরোধ ও লড়াই চালিয়ে যাবে। এই ধরনের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭