ইনসাইড টক

‘ইসি গঠনে অতীতে যা হয়েছে, এবারও তাই হবে’


প্রকাশ: 24/01/2022


Thumbnail

নির্বাচন কমিশন গঠন আইন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকার অতীতে যা করেছে, এখন আইনের মোড়কে সব জায়েজ করে নিচ্ছে। তখন সংসদে পাস করে নাই, এখন পাস করে নিচ্ছে। ফলে অতীতে যা হয়েছে, এবারও তাই হবে। সরকার নিজের অনুগতদের অতীতে যেমন নিয়োগ দিয়েছে, এখনও তাই করবে। 

নির্বাচন কমিশন আইন, রাজনৈতিক দলগুলোর অবস্থান, শাবিপ্রবিতে চলমান আন্দোলনসহসহ বিভিন্ন বিষয়ে ড. বদিউল আলম মজুমদার বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাঠকদের জন্য ড. বদিউল আলম মজুমদার এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক অলিউল ইসলাম।

ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন আইনের নামে যা হতে চলেছে, তাতে কোনো ধরণের স্বচ্ছতা নেই। স্বচ্ছ পদ্ধতিতে যদি নিয়োগ দেওয়া হতো, তাহলে নূরুল হুদা কিংবা রকিব উদ্দিনরা নিয়োগ পেতো না। ওনারা নির্বাচন কমিশনে এসে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন। নানাবিধ দুর্নীতির কারণে ওনাদের বিরুদ্ধে অতীতে অনেক প্রশ্ন ‍উঠতো। ফলে নির্বাচন কমিশনার নিয়োগে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। 

ইসি গঠন আইন নিয়ে রাজনীতির মাঠ উত্তপ্ত হবে কিনা, জানতে চাইলে ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশে আন্দোলনও হবে না, রাজনীতির মাঠও উত্তপ্ত হবে না। আন্দোলনের কলকাঠি নাড়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের পক্ষপাতদুষ্ট আচরণ তো বাংলাদেশের কারও কাছে অজানা নয়। তাদের পক্ষপাতদুষ্টতা বাংলাদেশের রাজনীতিকে অত্যন্ত ভয়ানকভাবে প্রভাবিত করেছে। 

শাবিপ্রবির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমি বিষয়টি সম্বন্ধে সরাসরি খোঁজ-খবর নিতে পারিনি কিন্তু বিষয়টি সমাধান হওয়া দরকার। আমরা অনুগতদেরকে সবসময় ভিসি বানাই। তাদেরকে ফায়দা হিসেবেই এসকল পদে নিয়োগ করি। ফায়দার ভিত্তিতে নিয়োগের কারণে আমরা সম্মানিত স্থানে সম্মানিত ব্যক্তিদের পাই না। ভিসির যদি সম্মান থাক তো, তাহলে তো অনেক আগেই সড়ে যেতো। ছাত্রছাত্রীরা যখন চায় না, তখন একজন ভিসি স্বপদে বহাল থাকে কিভাবে? কিন্তু ভিসি পদ মানেই তো এখন ফায়দা, সুযোগ-সুবিধা। এটার অবসান হওয়া দরকার। শিক্ষার্থীরা অনশনে আছেন, তাদের অনশন ভাঙ্গানো জরুরি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭