কালার ইনসাইড

'আমি এতিম, শিল্পী সমিতিই আমার সব'


প্রকাশ: 24/01/2022


Thumbnail

আগামী ২৮ জানুয়ারি অনুসঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির নির্বাচন। এবারের  নির্বাচনে  সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো নির্বাচন করছেন জায়েদ খান। নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নিপুণ। রোববার দুপুরে প্যানেল পরিচিতির আয়োজন করে মিশা-জায়েদ পরিষদ। এ সময় দুঃখভারাক্রান্ত মনে নিজের বক্তব্য তুলে ধরেন জায়েদ খান। বক্তব্যের এক পর্যায়ে এই নায়ককে কাঁদতে দেখা গেছে।

জায়েদ খান বলেন, ‘আমার একার সিদ্ধান্তে কোনো সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়নি। উপদেষ্টা মণ্ডলী ও পুরো কার্যনির্বাহী সদস্যের সিদ্ধান্তে এটা করা হয়েছে। সবাই স্বাক্ষর দিয়েছেন।’

জায়েদ খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কদিন আগে করোনায় মাকে হারিয়েছি। বাবার মৃত্যুর এক বছরের মাথায় মা চলে গেল। এই শিল্পী সমিতিই আমার সব। সমিতির সদস্যরা আমার পরিবার। সিনিয়র শিল্পীরা আমার বাবা-মা। রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার আগে মা বলে গেছে, ‘তোমার বিয়ে করা লাগবে না। সমিতি নিয়েই থাক।’

মায়ের এ কথা বলার কারণ হিসেবে তিনি বলেন, ‘নিজের জন্য না ভেবে সবসময় এই সমিতি ও এখানকার মানুষদের জন্য কাজ করেছি। করোনার মধ্যে মারা যাওয়া প্রত্যেক শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করেছি। কিছুদিন আগে মায়ের লাশ কাঁধে নিয়েছি। এখনও আমার ঘাড়ে সেই ব্যথা। কি করিনি এই সমিতির জন্য? কাজ বেশি করেছি বলে আমার দুর্নাম বেশি হচ্ছে। আমি যদি একটাও মিথ্যা কথা বলি আমার বাবা-মায়ের মৃত আত্মা যেন শাস্তি পায়।’

মায়ের এ কথা বলার কারণ হিসেবে তিনি বলেন, ‘নিজের জন্য না ভেবে সবসময় এই সমিতি ও এখানকার মানুষদের জন্য কাজ করেছি। করোনার মধ্যে মারা যাওয়া প্রত্যেক শিল্পীর লাশ কাঁধে নিয়ে দাফন করেছি। কিছুদিন আগে মায়ের লাশ কাঁধে নিয়েছি। এখনও আমার ঘাড়ে সেই ব্যথা। কি করিনি এই সমিতির জন্য? কাজ বেশি করেছি বলে আমার দুর্নাম বেশি হচ্ছে। আমি যদি একটাও মিথ্যা কথা বলি আমার বাবা-মায়ের মৃত আত্মা যেন শাস্তি পায়।’

এই নির্বাচনকে কেন্দ্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে দাবি করে এই চিত্রনায়ক বলেন, ‘আমি এখন এতিম। এই শিল্পীরাই আমার পরিবার। সুচরিতা আপা আমাকে বলেছেন- ‘আমি তোর মা।’ তার মতো লিজেন্ডরা আমার পাশে আছেন বলেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। তা না হলে এবার নির্বাচন করতাম না। কথা দিচ্ছি বিপদ যখনই আসবে তখনই আমি সবসময় পাশে থাকবো।’

অনেক ভালো কাজের ভিড়ে কিছু ভুল থাকতেই পারে। বক্তব্যে ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন জায়েদ খান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭