ইনসাইড গ্রাউন্ড

তিন বছর পর ইতালি দলে ডাক পেলেন বালোতেল্লি


প্রকাশ: 25/01/2022


Thumbnail

তিন বছর আগে শেষবার ইতালির হয়ে মাঠে নেমেছিলেন বালোতেল্লি। দলে ডাক পেলেন আবার। আগামী মার্চে প্লে অফে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে দলটি। সেই প্লে অফকে সামনে রেখে কোচ রবার্তো মানচিনি ৩৫ সদস্যের দল নিয়ে বিশেষ এক অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছেন। তাতেই ডাক পেয়েছেন 'সুপার মারিও'। 

গেল বছর কি দারুণ ফর্মেই না ছিল ইতালি! ইউরো জিতে কাটিয়েছিল ১২ বছরের শিরোপাখরা, গড়েছিল অপরাজিত থাকার বিশ্বরেকর্ড। সেই দলটারই কি-না বিশ্বকাপ-ভাগ্য সুতোয় ঝুলছে এখন! চার বছর আগে বিশ্বকাপে খেলতে পারেনি দলটি। এবারও না পারলে টানা দুই বিশ্বকাপে না খেলার লজ্জা সঙ্গী হবে দলটির। সেই লজ্জা এড়াতে মরিয়া ইতালি সম্ভাব্য সবকিছুই করছে। বিশেষ ক্যাম্প করছে প্লে অফকে সামনে রেখে। তার আগে ঘোষিত দলে ডাক পড়েছে তিন বছর দলে জায়গা না পাওয়া বালোতেল্লির। 

কোচ রবার্তো মানচিনির ম্যানচেস্টার সিটি কোচিং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সদস্যই ছিলেন বালোতেল্লি। ৪৪ বছর পর সিটির শিরোপাজয়ের শেষ গোলটাও এসেছিল তারই যোগান থেকে। ইতালির হয়েও বালোতেল্লির সুখস্মৃতি কম নয়। ২০১২ ইউরোর সেমিফাইনালে জোড়া গোল করে জার্মানিকে বিদায় করে ইতালিকে জায়গা করে দিয়েছিলেন ফাইনালে। 

গেল ইউরোয় দলের শিরোপাজয়ে বড় অবদান ছিল ফেদেরিকো কিয়েসার। সেই কিয়েসাকে এবার অন্তত প্লে অফে পাচ্ছে না ইতালি। হাঁটুর চোটের কারণে অন্তত মে মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে। সে কারণেই মানচিনি দলে ভিড়িয়েছেন অভিজ্ঞ সেনানী বালোতেল্লিকে। সবশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি খেলেছিলেন ইতালির হয়ে। বর্তমানে তুর্কি লিগের দল আদানা দেমিরস্পোরে খেলা এই ফরোয়ার্ডকে নিয়েই কভারচিয়ানোয় বিশেষ অনুশীলন ক্যাম্পে নামবে ইতালি।

বালোতেল্লির সঙ্গে দুই ‘ব্রাজিলিয়ানকেও’ ডেকেছে ইতালি। সম্প্রতি ইতালিয়ান নাগরিকত্ব নেওয়া ল্যাজিও ডিফেন্ডার লুইজ ফেলিপে, ও কাইয়েরি ফরোয়ার্ড জোয়াও পেদ্রো জায়গা করে নিয়েছেন দলে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭