ইনসাইড গ্রাউন্ড

যে কারণে এক হচ্ছেন মেসি-রোনালদো


প্রকাশ: 25/01/2022


Thumbnail

ডিয়েগো সিমিওনে নামটা ফুটবলপ্রেমিদের কাছে পরিচিত। একসময় ছিলেন আর্জেন্টিনার রক্ষণভাগের সৈনিক। তবে কোচ হিসেবে তিনি আরো সুনাম কুড়িয়েছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন কোচকে নিয়ে এবার তৈরি হচ্ছে ‘সিমিওনে লাইভ ম্যাচ বাই ম্যাচ’ নামে একটি ওয়েব সিরিজ। 

তাতে দেখা মিলবে এক ঝাঁক তারকার। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহাম, হাভিয়ের জেনেত্তি, পেপ গার্দিওলা, হুয়ান সেভা ভেরন, হোসে মরিনিও, ফের্নান্দো তোরেস, সার্জিও রামোস, আঁতোয়ান গ্রিজম্যানসহ এক ঝাঁক তারকা বলবেন সিমিওনেকে নিয়ে নিজেদের অভিজ্ঞতা।

আগামী ২৬ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি। যেখানে তুলে ধরা হবে সিমিওনের জীবনের সবকিছু। ২০১১ সালে প্রথম দায়িত্ব নেওয়া সিমিওনে এক দশকের বেশি সময় ধরে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্বে। 

খুব শিগগিরই তার এই দায়িত্ব ছাড়ার সম্ভাবনাও নেই। তবে সারাজীবন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন সিমিওনে। বলেছেন, সবকিছুরই শুরু এবং শেষ আছে। 

সিমিওনে বলেছেন, ‘আমার জীবন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মানিয়ে গেছে কিন্তু একটা সময় আমাকে চলে যতেই হবে। কারণ জীবনের সবকিছুর শুরু এবং শেষ আছে। আমি যেখানে আছি, ভালো আছি। কিন্তু সবকিছুর, সবকিছুরই শেষ আছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭