ইনসাইড গ্রাউন্ড

জানাত-জয়ের ঝলকে বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিলো কুমিল্লা


প্রকাশ: 25/01/2022


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার পক্ষে মাহমুদুল হাসান জয় ৩৫ বল খেলে ৪৮ রান করেন এবং করিম জানাত ১৬ বল খেলে ২৯ রানে অপরাজিত থাকেন।  

ক্যামেরন ডেলপোর্টের সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন মাহমুদুল হাসান জয়। বাউন্ডারির ফুলঝুরিতে শুরু করেন তারা। তবে ডেলপোর্টের লাগাম টেনে ধরেন নাঈম হাসান। ডাউন দ্য উইকেটে গিয়ে বল মিস করে স্টাম্পিং হন ডেলপোর্ট। ১৩ বলে ১৯ রান করেন তিনি।

কুমিল্লার বড় তারকা ফাফ ডু প্লেসি আজও সাফল্যের মুখ দেখতে পাননি। ১১ বলে ৬ রান করে সাকিব আল হাসানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডু প্লেসি। অধিনায়ক ইমরুল কায়েস এসে জয়ের সাথে ২৪ রানের জুটি গড়ে বিদায় নেন। ডোয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে তিনি করেন ১১ বলে ১৫ রান।

চতুর্থ উইকেটে মুমিনুল হককে নিয়ে জুটি গড়েন জয়। মুমিনুল-জয়ের ৪০ বলে ৪৪ রানের জুটি ভাঙেন জ্যাকব লিনটট। বিপিএল অভিষেকেই অর্ধশতক হাঁকানোর কীর্তি হাতছাড়া করেন জয়। লিনটটের বলে শর্ট থার্ড ম্যানে ক্রিস গেইলের তালুবন্দী হন এই তরুণ ব্যাটার। সমাপ্তি ঘটে জয়ের ৩৫ বলে ৪৮ রানের ইনিংসের। ১১৫ রানে ৪ উইকেট হারায় কুমিল্লা।

মুমিনুল ২৩ বলে ১৭ রান করে সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বল মিস করেন এবং স্টাম্পিং হন। মাহিদুল ইসলাম অঙ্কন একটি ছক্কা হাঁকিয়ে ৫ বলে ৮ রান করে বিদায় নেন। শেষ দিকে করিম জানাত একাই লড়াই করেন। 

বরিশালের পক্ষে ব্রাভো ৩টি এবং সাকিব ২টি উইকেট নেন।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭