ইনসাইড গ্রাউন্ড

বোলিং কোচের সংক্ষিপ্ত তালিকায় টেইট-ভাস


প্রকাশ: 25/01/2022


Thumbnail

ওটিস গিবসন চলে যাওয়ায় বাংলাদেশের পেস বোলিং কোচের পদ আপাতত ফাঁকা। নতুন বোলিং কোচ হিসেবে কে আসবেন, সেই  নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিসিবিও আফগানিস্তান সিরিজের আগেই বোলিং কোচ নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বোলিং কোচ নিয়োগের ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, 'বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় ৩-৪টা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশা করি আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারব।’

বিপিএল কোনো দলের সাথে যুক্ত কোনো কোচ সংক্ষিপ্ত তালিকায় আছেন কি না, এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি। টেইট তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’

জালাল ইউনুস জানান, নতুন বোলিং কোচের সাথে অন্তত ২ বছরের চুক্তি করা হবে। তবে কোচরা কোন পলিসিতে কাজ করতে চান, তা নিয়ে আলোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘কোনো কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দিব দুই বছরের চুক্তিতে দায়িত্ব দিব।’

‘বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। আমরা আলাপ-আলোচনা করছি- বছরে কতদিন কাজ করবে সেই চুক্তিতে যাব নাকি ফুল টাইম। কেউ ফুল টাইম কাজ করতে পারলে অবশ্যই ফুল টাইমের জন্য নিয়োগ দিব।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭