ইনসাইড গ্রাউন্ড

নাহিদুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে বরিশালের অসহায় আত্মসমর্পণ


প্রকাশ: 25/01/2022


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল মাত্র ৯৫ রানেই গুঁটিয়ে হয়ে যায়। 

বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত ৩৬ (৪৭) । কুমিল্লার পক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ ওভারে ৫ রান দিয়ে নাহিদুল ইসলাম পেয়েছেন ৩ উইকেট। এছাড়াও দুইটি করে উইকেট পেয়েছেন শহিদুল ইসলাম, তানভির ইসলাম এবং করিম জানাত।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানেই দুই উইকেট হারায় বরিশাল। নাহিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে শূন্য রানে সৈকত আলী এবং সাকিব আল হাসান আউট হন মাত্র এক রান করে। এরপর নাজমুল ইসলাম শান্ত এবং তৌহিদ হৃদয় মিলে দলের হাল ধরেন। পাওয়ারপ্লে’র ছয় ওভার শেষে দুই উইকেট হারিয়ে তাঁদের তুলতে পেরেছে মোটে ২৯ রান। ১৪ বলে ১৯ রান করে হৃদয় আউট হলে আবারো ছন্দপতন ঘটে বরিশালের ব্যাটিং লাইনআপে। ক্রিস গেইল-ব্রাভোর মতো পাওয়ার হিটারদের ব্যর্থতার দিনে বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করেছেন নাজমুল হোসেন শান্ত ৩৬ (৪৭) । ১৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে বরিশাল তুলতে পেরেছে মোটে ৯৫ রান।

এর আগে মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোরবোর্ডে তুলেছেন ১৫৮ রান। কুমিল্লা স্কোরবোর্ডে যেই ১৫৮ রান তুলতে পেরেছে সেটা করিম জানাতের ২৯* রানের ইনিংসে ভর করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন মাহমুদুল হাসান জয়, বরিশালের হয়ে ‘পুষ্পা সেলিব্রেশন’ করতে করতে ডোয়াইন ব্রাভো নিয়েছেন ৩ উইকেট, সাকিব আল হাসান নিয়েছেন ২টি।





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭