ইনসাইড এডুকেশন

হাসপাতাল থেকে শিক্ষার্থীদের আনলেই অনশন ভাঙ্গবে আন্দোলনকারীরা


প্রকাশ: 26/01/2022


Thumbnail

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গার প্রস্তুতি চলছে। অধ্যাপক ড. জাফর ইকবাল আজ বুধবার সকালে শাবিপ্রবি ক্যাম্পাসে পৌঁছানোর পরে অনশন ভাঙ্গানোর প্রক্রিয়া শুরু হয়। 

ড. জাফর ইকবাল বলেন, আন্দোলন চলবে কিন্তু অনশন রেখে আন্দোলন করা যাবে না। তাদেরকে (শিক্ষার্থী) স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভাঙ্গতে সম্মত হন। 

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন যে, যারা হাসপাতালে আছেন, তাদেরকে রেখে তারা অনশন ভাঙ্গবেন না। এখন হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তাদেরকে আনার প্রস্তুতি চলছে। তারা শাবিপ্রবি ক্যাম্পাসে এলেই আনুষ্ঠানিকভাবে অনশন ভাঙ্গানো হবে বলে জানা গেছে।

এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গানোর পরে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমে একটি বিবৃতি দিবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই বিবৃতিতে তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভুতি জানাবেন এবং আবারও আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানাবেন বলে জানা গেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭