ইনসাইড গ্রাউন্ড

আইপিএল আয়োজন করতে চায় দক্ষিণ আফ্রিকা!


প্রকাশ: 26/01/2022


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর ভারতের মাটিতেই আয়োজন করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের মাটিতে আয়োজন করতে না পারলেও বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কাও আছে বলে জানিয়েছিল ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে আইপিএল আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল আয়োজনে ইতোমধ্যেই বিসিসিআইয়ের সাথে আলোচনা শুরু করেছে সিএসএ। করোনাভাইরাস মহামারির কারণে আইপিএলের সর্বশেষ দুই আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল বিসিসিআই। এ কারণেই এবার দেশের বাইরে আয়োজন করলে আরব আমিরাত ভিন্ন অন্য জায়গায় আয়োজন করতে চায় বিসিসিআই।

এর আগে ২০০৯ সালের আইপিএলের দ্বিতীয় আসর দক্ষিণ আফ্রিকায় আয়োজন করেছিল বিসিসিআই। সেই অভিজ্ঞতাতেই আবারও আইপিএল আয়োজনে আগ্রহী তারা।

এছাড়াও সিএসএ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন করা হলে ফ্রাঞ্চাইজিগুলো খরচ অনেকাংশে কমে আসবে। এ দিক বিবেচনাতেই আইপিএল আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকা উপযুক্ত বলে জানিয়েছে তারা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭