ইনসাইড গ্রাউন্ড

জাতীয় দলেই বেশি কাজ করবেন সিডন্স


প্রকাশ: 26/01/2022


Thumbnail

দীর্ঘ এক দশক পর বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স আবারও বাংলাদেশে আসছেন, এটা পুরনো খবর। তবে তিনি কোন দল বা কোন পর্যায়ে কাজ করবেন, তা এখনও নিশ্চিত নয়। বিসিবি অবশ্য জাতীয় দলের জন্যই সিডন্সকে বেশি কাজে লাগাতে চায়।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটিই জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সিডন্সের সাথে চুক্তি নিশ্চিত হয়েছে অনেক আগে। তাকে আমরা ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি।’

‘এখনও চূড়ান্ত হয়নি কোন জায়গায় তিনি কাজ করবেন। মেইনস্ট্রিমে কাজ করবেন, নাকি অন্য জায়গায় পরামর্শক হিসেবে কাজ করবেন তা এখনও ঠিক হয়নি। তবে আমরা বিশেষ করে চাইবো মেইনস্ট্রিমেই কাজ করুক।’

সিডন্স যখন ব্যাটিং পরামর্শক হয়ে আসছেন, তখন নানা আলোচনা জাতীয় দলের প্রধান কোচের পদ নিয়ে। যেহেতু সিডন্স অতীতে সফল ছিলেন, তাই এবারও তাকে প্রধান কোচের আসনের জন্য বিবেচনা করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘জেমি সিডন্স অনেক সিনিয়র কোচ। তার থেকে আমরা অনেক সহায়তা পাব। ব্যাটিং কোচ হিসেবে আসছে, আমরা তাকে ব্যাটিং কোচ হিসেবেই বিবেচনা করছি। ভবিষ্যতে তাকে নিয়ে কী চিন্তা করব না করব তা এখন বলতে পারছি না।’

জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, যার সাথে বিসিবির চুক্তি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সিডন্স জাতীয় দলের সাথে কাজ করলে প্রিন্সের ভূমিকা কেমন হবে- এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন জালাল ইউনুস।

তিনি বলেন, ‘সেটা আমরা পরে দেখব। প্রিন্স অবশ্যই থাকছে, এখনও চুক্তি আছে। তাকে কোথায় কাজে লাগানো যায় সেটাও চিন্তাভাবনা করা হচ্ছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭