ইনসাইড গ্রাউন্ড

ম্যাচ রেফারি রকিবুল ও আম্পায়ার সোহেল করোনা পজিটিভ


প্রকাশ: 26/01/2022


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই করোনা হানা দিয়েছে। সোহান, সৌম্যসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং স্টাফ-কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন। ঢাকা পর্ব শেষে এবার চট্টগ্রাম পর্বের জন্য দলগুলো ঢাকা থেকে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে। ম্যাচ অফিশিয়ালরাও ঢাকা থেকে যাচ্ছেন চট্টগ্রাম। তার আগে করা করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান এবং আম্পায়ার গাজী সোহেল।

রকিবুল বলেন, ‘চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে গতকাল আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়েছিল। রাতে রেজাল্ট এসেছে পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। ব্যাগ প্যাক করা থাকলেও যেতে পারছি না। মাত্র ডাক্তারের সঙ্গে কথা বললাম।'

পজিটিভ হলেও শারীরিকভাবে সুস্থ আছেন রকিবুল, ‘আল্লাহ্‌ রহমতে ভালো আছে। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর। আমার জন্য দোয়া করবেন।’

এবারের বিপিএল শুরু হয়েছে গত ২১ জানুয়ারি। এখন পর্যন্ত ৪ দিনে মাঠে গড়িয়েছে ৮টি ম্যাচ। তবে ঢাকা পর্বে হওয়া এই ৮ ম্যাচের একটিও দায়িত্বপালন করেননি ম্যাচ রেফারি রকিবুল এবং গাজী সোহেল। চট্টগ্রাম পর্বে তাদের ম্যাচ পরিচালনার কথা ছিল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭