ইনসাইড গ্রাউন্ড

আফ্রিদিকে ছাড়িয়ে গেলেন নাহিদুল


প্রকাশ: 26/01/2022


Thumbnail

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরেই কার্যকর অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ডানহাতি অফস্পিনার নাহিদুল ইসলাম। এবারের বিপিএলেও ধারাবাহিকতা দেখাচ্ছেন ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। বরিশালের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে এবার গড়লেন বিপিএলে এক ম্যাচে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড।

সাকিব আল হাসান, ক্রিস গেইল, নাজমুল শান্তদের নিয়ে গড়া বরিশালের বিপক্ষে ৪ ওভারের স্পেলে মাত্র ৫ রান খরচ করেছেন নাহিদুল। বিপরীতে সাজঘরে পাঠিয়েছেন সাকিব, গেইল ও সৈকত আলিকে। তার ওভারের একটি ছিল মেইডেন, সবমিলিয়ে ডট বল করেছেন ১৯টি।

বিপিএলের ইতিহাসে এর আগে পুরো ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটি ছিল শহিদ আফ্রিদির দখলে। তিনি ২০১৫ সালের বিপিএলে সিলেট সুপারস্টারসের জার্সিতে ৪ ওভারে ঠিক ৫ রানই খরচ করেছিলেন, নিয়েছিলেন ২টি উইকেট।

প্রায় সাত বছর পর রান দেওয়ার বিচারে আফ্রিদির পাশে বসার ম্যাচে উইকেট নেওয়ার দিক থেকে আফ্রিদিকেও ছাড়িয়ে গেলেন নাহিদুল। এখন বিপিএলের ইতিহাসে পুরো চার ওভারে সবচেয়ে কম রান দিয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি কুমিল্লার এ অফস্পিনারেরই।

বিপিএলে পূর্ণ স্পেলে কম রান খরচের রেকর্ড

১/ নাহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ানস): ৪-১-৫-৩ (বনাম ফরচুন বরিশাল, ২০২২)
২/ শহিদ আফ্রিদি (সিলেট সুপারস্টারস): ৪-১-৫-২ (বনাম বরিশাল বুলস, ২০১৫)
৩/ জ্যাকব ওরাম (চিটাগং কিংস): ৪-০-৭-২ (বনাম ঢাকা গ্ল্যাডিয়েটরস, ২০১৩)
৪/ রশিদ খান (কুমিল্লা ভিক্টোরিয়ানস): ৪-০-৭-১ (বনাম রাজশাহী কিংস, ২০১৭)
৫/ সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস): ৪-১-৮-৪ (বনাম রাজশাহী কিংস, ২০১৭)



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭