ইনসাইড ওয়েদার

দিনাজপুরে তীব্র শীত অব্যাহত


প্রকাশ: 27/01/2022


Thumbnail

শীত যেনো কমছেই না দিনাজপুরে। তীব্র শীতে কস্টের দিন পার করছে সে অঞ্চলের মানুষজন। দিনাজপুরে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন জানান, এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৮২ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-৭ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

এছাড়া রংপুরে ১৩.৭, সৈয়দপুরে ১১.৮, রাজারহাটে ১৩.০, ডিমলায় ১২.০, নওগাঁয় ১৪.০, চুয়াডাঙ্গায় ১৪.০, পাবনায় ১৩.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭