ইনসাইড গ্রাউন্ড

বিপিএলের ঢাকা পর্বে দাপট বাংলাদেশি ক্রিকেটারদের


প্রকাশ: 27/01/2022


Thumbnail

অনেক সমালোচনাকে সঙ্গী করেই শুরু হয় এবারের বিপিএল। প্রথম চারদিন সফল ভাবে আয়োজনের পর বিপিএলের দলগুলো এখন চট্টগ্রামে। আগামীকাল (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। বিপিএলের  প্রথম চারদিনে কেমন ছিল স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স চলুন দেখে নেয়া যাক: 

ঢাকায় চার দিনে ৮ ম্যাচ শেষ হয়েছে। শুরুতে স্থানীয় ক্রিকেটারদের রাজত্বই বেশি। সেটা বল হাতে হোক কিংবা ব্যাট হাতে। সর্বোচ্চ রান কিংবা সবচেয়ে বেশি উইকেট; সব দেশি ক্রিকেটারদের পকেটে। তবে এটাও ঠিক এবারের অষ্টম আসরে বিদেশি তারকা ক্রিকেটারের সংখ্যা হাতে গোণা। 

৮ ম্যাচ শেষে রান-উইকেটের কাটাছেড়া করতে গিয়ে উঠে এসেছে দেশি ক্রিকেটারদের উজ্জ্বল পারফর্ম্যান্স। ব্যাট হাতে দেশি ব্যাটসম্যানরা যদিও পিওর টি-টোয়েন্টি ব্যাটিং করতে পারছেন না। কিন্তু বল হাতে দেশিদের দাপট চোখে পড়ার মতো। 

ব্যাট হাতে চার ম্যাচ শেষে ১২৪ রান নিয়ে শীর্ষে আছেন মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে বল হাতে ২ ম্যাচে সাত উইকেট নিয়ে শীর্ষে আছেন নাজমুল ইসলাম অপু। এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে দেশি আছেন তিনজন, আর বোলিংয়ে পাঁচজনের চারজনই বাংলাদেশি। 



সেরা পাঁচ ব্যাটসম্যান:

১। মাহমুদউল্লাহ রিয়াদ (মিনিস্টার ঢাকা)- ৪ ম্যাচে ১২৪ রান। সর্বোচ্চ ৪৭। কোনো ফিফটি-সেঞ্চুরি নেই। স্ট্রাইক রেট ১২৬.৫৩।

২। বিনি হাওয়েল (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- ৩ ম্যাচে ১১২। সর্বোচ্চ ৪১।  সর্বোচ্চ ৪৭। কোনো ফিফটি-সেঞ্চুরি নেই। স্ট্রাইক রেট ১৮৯.৮৩।

৩। তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা)- ৪ ম্যাচে ১০৫ রান। সর্বোচ্চ ৫২। দুটি ফিফটি, সেঞ্চুরি নেই। স্ট্রাইক রেট ১১১.৭০।

৪। উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- ৩ ম্যাচে ৭৪ রান। সর্বোচ্চ ৪১। কোনো ফিফটি-সেঞ্চুরি নেই। স্ট্রাইক রেট ১৪৫.০৯।

৫। শুভাগত হোম (মিনিস্টার ঢাকা)- ৪ ম্যাচে ৭২ রান। সর্বোচ্চ ২৯। কোনো ফিফটি-সেঞ্চুরি নেই। স্ট্রাইক রেট ১২২.০৩।  

সেরা পাঁচ বোলার: 

১। নাজমুল ইসলাম অপু (সিলেট সানরাইজার্স)- ২ ম্যচে ৭ উইকেট। সর্বোচ্চ ১৮ রান দিয়ে ৪ উইকেট। ইকোনমি ৪.৩৭। 

২। মেহেদি হাসান মিরাজ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- ৩ ম্যচে ৬ উইকেট। সর্বোচ্চ ১৬ রান দিয়ে ৪ উইকেট। ইকোনমি ৭.৪১।

৩। শরিফুল ইসলাম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- ৩ ম্যচে ৬ উইকেট। সর্বোচ্চ ৩৪ রান দিয়ে ৪ উইকেট। ইকোনমি ৮.৩৬।

৪। নাহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)- ২ ম্যচে ৫ উইকেট। সর্বোচ্চ ৫ রান দিয়ে ৩ উইকেট। ইকোনমি ৩.১২।

৫। আলজারি জোসেফ (ফরচুন বরিশাল)- ২ ম্যচে ৫ উইকেট। সর্বোচ্চ ৩২ রান দিয়ে ৩ উইকেট। ইকোনমি ৯.৪২।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭