ইনসাইড বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুললেন রুমিন ফারহানা


প্রকাশ: 27/01/2022


Thumbnail

জাতীয় সংসদে এখন নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিতর্ক চলছে। এই বিল আজ পাস হওয়ার কথা। এই বিতর্কে অংশ নিয়ে বিএনপি দলিয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মাগুরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি তুলেছিলো এবং ১৭৬ দিন হরতাল করেছিলো। 

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের ওই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি যৌক্তিক ছিলো। তখন তারা স্বতন্ত্র স্বাধীন সরকারের দাবি তুলেননি। ঠিক তেমনিভাবে এখন এতগুলো নির্বাচনের পর এটি প্রমাণিত হয়েছে যে, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যদি মাগুরা নির্বাচন নিয়ে ১৭৬ দিন হরতাল করতে পারে তাহলে এখন যে নির্বাচন গুলো হচ্ছে তার প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প আছে কি না? 

রুমিন ফারহানা বলেন, অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নাই।   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭