ইনসাইড বাংলাদেশ

'রাষ্ট্রপতি, স্পীকার, আইনমন্ত্রী আমার আত্মীয়'


প্রকাশ: 27/01/2022


Thumbnail

জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে বিতর্কে জাতীয় পার্টির মহাসচিব মুজিবল হক চুন্নু বলেছেন, আমি কি বলবো, আমি পড়েছি মহা বিপদে। রাষ্ট্রপতি আমার শ্বশুর বাড়ির, স্পীকার আমার শ্বশুর বাড়ির। আইনমন্ত্রী আমার আত্মীয়, তাকে আমি ভাগ্নে বলি। কাজেই আমি কি বলবো, আমাকে একটু সুযোগ দিন মাননীয় স্পীকার। জাতীয় সংসদে তিনি এই বিলের সংশোধনীর উপর আলোচনা করতে গিয়ে বলেন, বর্তমান যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতিতে বিএনপির মহাসচিব কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও যদি সাধারণ সম্পাদক হয় তাহলেও সমস্যার সমাধান হবে না। 

মুজিবল হক চুন্নু প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের বক্তব্য কে স্মরণ করে বলেন, এরশাদ সাহেব বলেছিলেন আল্লাহর ফেরেশতা আসলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এজন্য তিনি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করার সুপারিশ করেন। 

তিনি বলেন, একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার যিনি আমলা ছিলেন, তিনি এই নির্বাচন আইনের সমালোচনা করেছেন। ওই আমলা এরশাদ সাহেবের আমলে, বেগম জিয়ার আমলে এবং শেখ হাসিনার আমলে আমলাগিরী করার পর পাঁচ বছর নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন। কাজেই তিনি তো এর সমালোচনা করবেনই।  


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭