ওয়ার্ল্ড ইনসাইড

আবারও কানাডায় স্কুলে প্রায় ১০০ কবরের সন্ধান


প্রকাশ: 27/01/2022


Thumbnail

আবারো কানাডার স্কুলের প্রাঙ্গণে সন্ধান পাওয়া গেলো গণকবরের। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার সেন্ট জোসেফ মিশন রেসিডেনশিয়াল স্কুলের প্রাঙ্গণে এই গণকবরের সন্ধান মেলে। 

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) গণকবরটির সন্ধান পান উদ্ধারকারীরা। 

স্কুল প্রাঙ্গণটি থেকে এখন পর্যন্ত ৯৩টি কবরের সন্ধান পেয়েছেন উদ্ধারকর্মীরা। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দেহাবশেষ সেদেশের আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুদের। এর আগেও কানাডায় এ ধরনের শত শত কবরের সন্ধান পাওয়া গেছে। 

ফ্রান্স২৪’র প্রতিবেদনে বলা হয়েছে, মূল আদিবাসীদের দমন করে কানাডায় বসতি স্থাপনকারীরা আদিবাসী এসব শিশুকে নির্মমভাবে হত্যার পর সেখানে তাদের গণকবর দিয়েছিল। কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং প্রয়োজন ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ। আদিবাসী কিশোর-তরুণদের জোর করে এসব স্কুলে  রাখা হতো। 

দেশটিতে ২০২১ সালের মে মাসে নামবিহীন প্রায় ১ হাজার শিশুর কবরের সন্ধান মেলে। এরপর থেকে প্রায়ই এসব পুরনো আবাসিক স্কুলগুলোর পাশ থেকে মিলছে শিশুদের কবর বা কঙ্কাল।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭