ইনসাইড গ্রাউন্ড

আফগানিস্তান সিরিজের প্রস্তুতি বিপিএলেই সারতে চান সোহান


প্রকাশ: 27/01/2022


Thumbnail

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই আবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজের প্রস্তুতি হিসেবে বিপিএলকেই আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন অনেকে। 

এর কারণও আছে। বিপিএল শেষে আফগান সিরিজের আগে ক্রিকেটাররা পৃথক প্রস্তুতির তেমন সময় পাবেন না। আবার সিরিজ দুটি টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের বলে বিপিএল থেকে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগটাও পাচ্ছেন ক্রিকেটাররা।

জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ও ফরচুন বরিশালের ক্রিকেটার নুরুল হাসান সোহানও মনে করেন, বিপিএল হতে পারে আফগানিস্তান সিরিজের প্রস্তুতির মঞ্চ। তিনি বলেন, ‘বিপিএলে বাইরের অনেক খেলোয়াড় এসে আমাদের সাথে খেলছে। আন্তর্জাতিক পর্যায়ের হাইপ ও ইন্টেন্সিটি বিপিএলে পাওয়া যায়। তাই অবশ্যই এক্ষেত্রে বিপিএলের গুরুত্ব আছে।’

‘এ বছর পুরোটাই জাতীয় দলের খেলা আছে, সাদা বা লাল বল যেটাই বলুন। বিপিএলের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তাই বিপিএল থেকে আমরা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারি, তাহলে আফগানিস্তান সিরিজ আমাদের জন্য অনেক ভালো হবে।’

আফগানিস্তানের বোলিং ইউনিটের অন্যতম বড় ভরসা মুজিব উর রহমান। সেই মুজিব আবার বরিশালে সোহানের সতীর্থ। নেটে অনুশীলন থেকে মুজিবকে যতটা সম্ভব আত্মস্থ করে রাখতে চান সোহান।

তিনি বলেন, ‘অবশ্যই চাইব মুজিবকে যেন নেটে বেশি বেশি খেলা যায়। তাহলে আমাদের ব্যাটার যারা সিরিজে থাকবে, তাদের জন্য মুজিবকে মোকাবেলা করা সহজ হবে।’





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭