ইনসাইড গ্রাউন্ড

ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম


প্রকাশ: 27/01/2022


Thumbnail

অবশেষে সব আলোচনার অবসান ঘটালেন তামিম ইকবাল। আগামী ছয় মাস তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। 

আজ (২৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তামিম ইকবাল টি-টোয়েন্টি খেলবেন কী খেলবেন না, এ নিয়ে গত কয়েকদিন বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের ক্রিকেটে। তামিমের সঙ্গে আলোচনা করছেন বিবিসি সভাপতি এবং অন্য কর্মকর্তারা।

অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হয়েছেন তামিম। সেখানে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে বোর্ডের অনেকের সঙ্গে, বিসিবি সভাপতি এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা চাচ্ছেন আমি টি-টোয়েন্টি কন্টিনিউ করি। অন্তত বিশ্বকাপ পর্যন্ত।’

‘তবে দুই পক্ষের কথা-বার্তা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৬মাস টি-টোয়েন্টি ক্রিকেট খেলবো না। টেস্ট এবং ওয়ানডেতে পুরোপুরি মনযোগ থাকবে আমার। ৬ মাস ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি নিয়ে কিছুই ভাববো না।' 

৬ মাস পর কী হবে সেটাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘৬ মাস পর টিম ম্যানেজমেন্ট মনে করলে, আমি যদি রেডি থাকি, তাহলে তখন তা পুনর্বিবেচনা করবো। তবে এই ছয় মাস আমি টি-টোয়েন্টি নিয়ে একদমই ভাবতে চাইনা।'

তামিমের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমার জায়গায় যারা খেলবে, ইয়াং ক্রিকেটাররা এত বেশি ভালো খেলবে যে, আমার হয়তো প্রয়োজন পড়বে না। আমাকে নিয়েই আলোচনাই হবেনা’ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭