ইনসাইড গ্রাউন্ড

পুরনো ছন্দে ফিরতে মরিয়া মুশফিক


প্রকাশ: 27/01/2022


Thumbnail

দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন মুশফিকুর রহিম। বিপিএলেও ব্যাটে রান নেই খুলনা টাইগার্সের অধিনায়কের। তাই চট্টগ্রামে ব্যাট হাতে রানে ফিরতে ও দলকে জয়ে ফেরাতে চান মুশফিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা রান স্কোরার ছিলেন মুশফিক। ঐ টুর্নামেন্টে বলার মতো স্কোর কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই রয়েছে। ব্যাট হাতে ৫৭ রানের ইনিংসটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত সেরা ইনিংস। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় বেশ সমলোচিত হয়েছেন মুশফিক।

এমনকি বিপিএলেও প্রথম দুটি ম্যাচে রান পাননি তিনি। মিরপুরের মন্থর উইকেটে রান না পেলেও চট্টগ্রামে বড় রানের প্রত্যাশা করছেন খুলনা টাইগার্সের এই অধিনায়ক। দল যাতে লাভবান হয় ঐরকম ম্যাচজয়ী ইনিংস খেলতে চান মুশফিক।

“অবশ্যই সবারই চেষ্টা থাকে ম্যাচে অবদান রাখার। আশা করছি তাড়াতাড়ি যেন বড় রান করতে পারি। রান করার চেয়ে গুরুত্বপূর্ণ যাতে জয়ে ফিরতে পারে। টপ অর্ডারে যেহেতু খেলি, পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব যেন বড় রান করতে পারি এবং তাঁতে দল যেন লাভবান হয়। কাল থেকে এটাই আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে চট্টগ্রামে রয়েছে খুলনা টাইগার্স। মিরপুরে মন্থর উইকেটে খেললেও চট্টগ্রামে ব্যাটিং-বান্ধব উইকেটে নিজের হারানো ছন্দ খুঁজে পেতে মরিয়া মুশফিক। এমনকি দুদিন আগে খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবালও মুশফিকের ফর্মে ফেরা নিয়ে আশার কথা শুনিয়েছেন।

 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭