কালার ইনসাইড

আমি কোন কাজ একা করিনি: জায়েদ খান


প্রকাশ: 27/01/2022


Thumbnail

আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপরীতে ভোটে লড়বেন মিশা-জায়েদ প্যানেল। গতবারের মতো এবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচনে প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান তার লক্ষ্য নিয়ে বলেন, ‘গতবার আমরা নির্বাচনের আগে যে কয়টি প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবই পালন করেছি। এর মধ্যে একটা ইশতেহার এখনো পূরণ করতে পারিনি। সেটা হলো ভূমিহীন শিল্পীদের জন্য কিছু করা। কাজটি পারিনি করোনা মহামারীর কারণে। কারণ তাদের বাসস্থানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন হবে। কিন্তু করোনার কারণে তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘এবার এটাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। যারা ভূমিহীন আছেন। তারা পুরো জীবন সিনেমায় কাটিয়ে দিয়েছেন। তবে ভালো পারিশ্রমিক পাননি। এবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে তাদের জন্য বাসস্থানের বিষয়ে বেশি গুরুত্ব দেব। এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কথা বলব।’

জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিশেষ করে সিনেমা হলের উন্নয়ন, সিনেমার সংখ্যা বাড়ানো যদিও এগুলো শিল্পী সমিতির কাজ নয়। শিল্পী সমিতির কাজ শিল্পীদের স্বার্থরক্ষা করা। তারপরও চলচ্চিত্রের জন্য এসব করব আমরা।’

জায়েদ খানের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে তিনি বলেন, ‘নানা সময়েই নানা অভিযোগ করেছে অনেকে এটা ঠিক। তবে আমি কোনো কিছুই একা করিনি। কারও বিরুদ্ধে কিছু করিনি। যা করেছি সমিতির ২১ জনের মতামতের ভিত্তিতেই।’

উল্লেখ্য, কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ-সভাপতি হিসাবে নির্বাচন করছেন ফেরদৌস ও রিয়াজ। সহ- সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাইমন সাদিক। সঙ্গে রয়েছেন নায়ক ইমনও। অন্যদিকে, মিশা-জায়েদ প্যানেলে আগে যারা ছিলেন তাদের বেশিরভাগই এবারও প্রার্থী হয়েছেন। বিশেষ করে তাদের সঙ্গে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল। আর এতে চমক হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।

শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭