কালার ইনসাইড

১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে: মিশা


প্রকাশ: 28/01/2022


Thumbnail

করোনার কারণে অনেক কাজই করতে পারিনি নির্বাচিত হলে সেগুলো করব৷ সবার আগে শিল্পীদের জন্য বাসস্থান তৈরি করব৷ নির্বাচনের পর আমরা সবাই এক। এখানে কেউ বিরোধী দল নই। নির্বাচনের জন্য দুটি প্যানেল দিতে হয়েছে। আজকের পর আমরা সবাই সমান। গণমাধ্যমকে এভাবেই বললেন চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের মিশা-জায়েদ পরিষদের সভাপতি প্রার্থী মিশা সওদাগর।

তিনি বলেন, ১৭ বছরের কাজের অভিজ্ঞতায় আমরা এগিয়ে আছি। সবারই দীর্ঘ বছরের সমিতির অভিজ্ঞতা আছে। সে দিক থেকে আমরা এগিয়ে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। জয়-পরাজয় বিষয় না শিল্পীদের জন্য সবসময় কাজ করব। আমরা সেবা করতে চাই।

এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল চিত্রপাড়া। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। দুই প্যানেলে একটির সভাপতি হিসেবে লড়ছেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭