ইনসাইড গ্রাউন্ড

জয়টা মেসি ও স্ক্যালোনিকে উৎসর্গ করলেন ডি মারিয়া


প্রকাশ: 28/01/2022


Thumbnail

দলে নেই তারকা অধিনায়ক লিওনেল মেসি। তাই নেতৃত্বের ভারটা উঠেছিল তার কাঁধে। এছাড়া হেড কোচ লিওনেল স্ক্যালোনি করোনা পজিটিভ হয়ে ডাগ আউটে না থাকায় দায়িত্বটা বেড়ে গিয়েছিল আরও বেশি। এমন পরিস্থিতিতে আনহেল ডি মারিয়া নিজেকে প্রমাণ করলেন আরও একবার।

অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠা ম্যাচে করেছেন দৃষ্টিনন্দন এক গোল। রদ্রিগো ডি পল বলটা বাড়িয়ে দিয়েছিলেন সামনে। ডি মারিয়ার সামনে তখন প্রতিপক্ষের তিনজন ফুটবলার। তাদের ফাঁকি দিয়ে ডি মারিয়া গোল করেন বক্সের বাইরে থেকে করা বুলেট গতির শটে।

পরে গোল করেন লাউতারো মার্টিনেজও। তাদের গোলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে ইকুয়েডরকে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি ও স্ক্যালোনি দলের সঙ্গে না থাকলেও ম্যাচশেষে তাদের স্মরণ করেছেন ডি মারিয়া। বলেছেন, এই জয়টাও তাদের জন্যও।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর ডি মারিয়া বলেন, ‘দল ধীরে ধীরে আরও সমৃদ্ধ হয়ে উঠছে। আজকে আমরা পৃথিবীর সেরা খেলোয়াড়কে পাইনি। আমাদের কোচও সঙ্গে ছিলেন না। এই জয়টা তাদের জন্য। মেসি এখানে থাকলে, সবকিছু অনেক সহজ হয়ে যায়।’

এই ম্যাচ খেলতে আসার আগে অনেক বাধা পাড় করে আসতে হয়েছে আর্জেন্টিনাকে। কোচিং স্টাফদের সঙ্গে করোনা আক্রান্ত ছিলেন বেশ কয়েকজন ফুটবলারও। দলের সঙ্গে আসতে পারেননি তারা। চিলির বিমানবন্দরেও পোহাতে হয়েছে ঝামেলা।

তবে সব ছাপিয়ে জয়টাই ডি মারিয়ার কাছে মূখ্য, ‘আমরা খুশি। খুব ভালো একটা ম্যাচ খেলেছি। জানতাম এটা কঠিন হবে উচ্চতার জন্য। যাত্রা, আমরা পৌঁছালাম, এয়ারপোর্টে অনেক সময় লেগেছে, সমস্যা ছিল...সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাচটা জিতেছি। দলটা এখনও শক্ত আছে।’

চিলির বিপক্ষে ম্যাচে জয় পেয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুইয়ে আছে আলবিসেলেস্তেরা। ব্রাজিল ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। 





প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭