কালার ইনসাইড

কাদা ছোড়াছুড়ি কাম্য নয়


প্রকাশ: 28/01/2022


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দুপুরে ভোট দিতে এসে চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন, একটি সিনেমাতে আমরা একসঙ্গে একত্রিত হতে পারি না এটা স্বাভাবিক তবে, নির্বাচনের জন্য আমরা সবাই একত্রিত হতে পেরেছি এটা অনেক ভালো লাগছে। 

তিনি বলেন, এখানে যারা যারা আছে আমি কোনো প্যানেল বলব না, আমরা সবাই একটা পরিবার। যেই আসুক না কেনো নেতৃত্বের জন্য একটি নেত্রী বা একজন নেতা দরকার। কারো পিছনে লাগা বা কাদা ছোড়াছুড়ি করা এটা আমার কাম্য নয়। একজন অপু বিশ্বাস হিসেবে যেই আসুক তার জন্য অনেক শুভকামনা রইল। 

২১ সদস্যের কমিটির এই নির্বাচনে দুটি প্যানেল এবং দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্রশিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন। 

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা পীরজাদা হারুন। সঙ্গে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান পরিচালক সোহানুর রহমান সোহান। এই বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭