ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রত্যয় রাকিবুলের


প্রকাশ: 28/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আগামীকাল যুব টাইগারদের প্রতিপক্ষ ভারত। ভারতীয়রা চাইবে গত বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধ নিতে। তবে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। সেই বার্তাই দিয়ে রাখলেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

আজ (শুক্রবার) এক ভিডিও বার্তায় ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রত্যয় জানিয়ে রাকিবুল বলছিলেন, ‘আমরা ওদের (ভারত) সাথে ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব। যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারি। ওদের সাথে আমাদের আগেও খেলা হয়েছে কিছু ম্যাচ। এশিয়া কাপের সেমিফাইনাল ও তার আগে একটা সিরিজ খেলেছি ভারতে গিয়ে। তাই তাদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে আমাদের জানা আছে।’

সঙ্গে যোগ করেন রাকিবুল, ‘যে পরিকল্পনা করে আমরা যাবো সেটা যদি প্রয়োগ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো যদি আমরা কম করি তাহলে দিনশেষে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আমরা ফলাফলের চিন্তা করছি না, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব, ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব।’

গতবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাসে করে আকবর আলির দল। সে দলের সদস্য রাকিবুল। তবে কিছুদিন আগে যুব এশিয়া কাপে ভার‍তের এই যুব দলের বিপক্ষে লড়াইয়ে নেমে পেরে ওঠেনি বাংলাদেশ। 

রাকিবুলের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালে আগে ৫-৬ দিনের বিরতি পাওয়ায় শারীরিক ও মানসিকভাবে বেশ চাঙ্গা তার দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে জয় আত্মবিশ্বাস দিচ্ছে জুনিয়র টাইগারদের।

রাকিবুল বললেন, ‘গত দুইটা ম্যাচ জিতে আমরা ভালো আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের ব্যাটসম্যানরা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। তো আমরা ভালোই আত্মবিশ্বাসী আমাদের স্কিলের উপর। আমরা চেষ্টা করব আমাদের যে পরিকল্পনাটা আছে সেটা মাঠে শতভাগ প্রয়োগ করার।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭