ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


প্রকাশ: 29/01/2022


Thumbnail

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচে অ্যান্টিগায় ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ। দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারায় যুবারা। ২ রান করে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার মাহফিজুল। এরপর ইফতেখার হোসেন উইকেটে থাকার লড়াই করেও ব্যর্থ হন। ১৭ বলে ১ রান করে আউট হন তিনি। দলের অন্যতম ভরসা নাবিলও ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

দলের বাকি ব্যাটাররাও উইকেটে বড় ইনিংস না খেলতে পারলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৮ রান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭