ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশে এসে কোয়ারেন্টাইনে থাকতে হবে না আফগানদের


প্রকাশ: 30/01/2022


Thumbnail

চলতি বছর বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত সময়ই পার করবে। বর্তমানে চলছে বিপিএল। বিপিএল শেষ হতে না হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে  মাঠে নামতে হবে টাইগারদের। 

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ হবে ঢাকা ও চট্টগ্রামে। তবে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে হবে ওয়ানডে সিরিজ। তারপর শেরে বাংলায় হবে টি-টোয়েন্টি সিরিজ।

এদিকে, ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান দলের। তবে সেই সূচিতে আসছে পরিবর্তন। বিসিবির এক সূত্র জানিয়েছে, ১৯ নয়, ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে আফগানরা। 

বাংলাদেশে আসার পর আর ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হবে না। আসার পর কোভিড নেগেটিভ হলে একদিন পরই মাঠে যেতে পারবে আফগানরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে আফগানদের সফর। যেহেতু কোয়ারেন্টাইন ঝামেলা থাকছে না, তাই ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম ওয়ানডের সম্ভাব্য তারিখ। আর দ্বিতীয় এবং শেষ পর্বে ঢাকায় হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭