ইনসাইড গ্রাউন্ড

তাসকিন-শরিফুলকে নিয়ে বাংলার ব্রড-অ্যান্ডারসন হতে চান এবাদত


প্রকাশ: 31/01/2022


Thumbnail

টেস্ট ক্রিকেট, পেস বোলিং ইউনিট, একরাশ হতাশা, বাংলাদেশের সাদা পোশাকের ক্রিকেটের একবারে চিরচেনা চিত্র। পাইপলাইনে বেশ কয়েকজন পেসার থাকলেও অভিজ্ঞতার ঘাটতি, ম্যাচ কম খেলা কিংবা সুবিধা মতো উইকেট না পাওয়ায় সেভাবে উন্নতির ছাপ নেই। তবে সব হতাশা যেন বলি দিয়েছে মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স।

তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক এবাদত হয়েছেন। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের আত্মবিশ্বাস বড় স্বপ্ন দেখাচ্ছে ডানহাতি এই পেসারকে। সতীর্থ তাসকিন এবং শরিফুলকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনের মতো জুটি গড়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চান এবাদত।

চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এবাদত বলেন, ‘উনারা (ব্রড-অ্যান্ডারসন) হয়তবা অনেক ভালো ও অভিজ্ঞ। ওনারা অনেকদিন ধরে টেস্ট খেলছেন। আমরা মাত্র শুরু করেছি। আমি মাত্র ১১টা টেস্ট খেলেছি। তাসকিন, শরিফুল মাত্র শুরু করেছে। তো আমরা চেষ্টা করছি ভাল করার। আমরা চাইছি জুটি হয়ে বল করবো, বা অ্যান্ডারসন-ব্রডরা যেভাবে শুরু করে বা দলকে জেতায় বা শুরু করে সেটা আমরাও চেষ্টা করছি।’

লম্বা সময় ধরেই ইংল্যান্ডের হয়ে দাপট দেখাচ্ছেন ব্রড এবং অ্যান্ডারসন। বর্তমান সময়ে খেলা পেসারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট তাদের দুজনের। অতি দ্রুতই তাদের মতো ভালো মানের পেসার হওয়া যে সম্ভব নয় সেটা ভালো করেই জানেন এবাদত। এজন্য অবশ্য সময় চাইলেন ডানহাতি এই পেসার। 

এবাদত বলেন, ‘কিন্তু এটা তো সময়ের ব্যাপার। মূল ব্যাপারটা হল আমরা কি চেষ্টা করতেছি। আপনি বাহিরের থেকে খুব সুন্দর দেখতে পারবেন। কে কি করছে। তো আমরা সেই চেষ্টা করছি ভেতর থেকে যেন টেস্টে আমরা আরো উন্নত করতে পারি।’

এদিকে তাসকিন-শরিফুলদের সঙ্গে জুটি ধরে রাখতে নিয়মিত টেস্ট খেলার বিকল্প দেখছেন না এবাদত। তিনি বলেন, ‘অমরা বর্তমানে টেস্ট খেলার ৬ জন বোলার আছি। এটা হচ্ছে ভালো একটা মোমেন্টাম দরকার। নিউজিল্যান্ডে তাসকিন ও শরিফুল যে রকম দারুণ শুরুটা এনে দিছে, এরকম যদি প্রতি টেস্টে করতে পারি এবং বছরে ১০টার মতো টেস্ট খেলতে পারি তবে শেখার জায়গাটা আরো উন্নত হবে।’

‘কিন্তু যদি গ্যাপটা থাকে তো ফ্লো ধরাটা কঠিন হয়। নিয়মিত ম্যাচের মধ্যে থাকলে জুটির বিষয়টা ধরা সহজ হবে। আমাদের ৬ জনের পেসার গ্রুপ আছে। আমরা প্রতিদিন কথা বলি নিজেদের উন্নতির ব্যাপার নিয়ে। আমরা চেষ্টা করছি একজন আরেকজনকে সহযোগীতা করে কয়েক বছরের মধ্যে ভাল অবস্থায় যাওয়ার চেষ্টা করছি।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭