ইনসাইড গ্রাউন্ড

বুধবার বাংলাদেশে পা রাখছেন তামিম-মুশফিকদের নতুন কোচ


প্রকাশ: 01/02/2022


Thumbnail

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে জেমি সিডন্সের জন্য। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (বুধবার) বিকেলে ঢাকায় পা রাখতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের ভিসা হাতে পেয়ে ইতিমধ্যেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিডন্স।   

বিসিবি সূত্রে জানা যায়,  বুধবার বিকেল ৪টায় ঢাকায় নামবেন এই অস্ট্রেলিয়ান কোচ। তার সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি করেছে বিসিবি। তবে ব্যাটিং কোচ হিসেবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন দক্ষিণ আফ্রিকান অ্যাশওয়েল প্রিন্স। সেক্ষেত্রে সিডন্সের ভূমিকা কি হবে তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা আছে। যদিও বিসিবি জানিয়েছে জাতীয় দলেই জেমি সিডন্সকে কাজে লাগানোর চেষ্টা করবে তারা। 

গত ২২ জানুয়ারি বাংলাদেশের ভিসা হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'মাত্রই বাংলাদেশের ভিসা হাতে পেলাম, যেখানে হবে আমার কোচিংয়ের পরবর্তী ঠিকানা। দুই বছর সেখানে থাকব আশা করি। এই বছর অস্ট্রেলিয়ায় আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। আশা করছি আমার হাত দিয়ে কিছু তরুণ প্রতিভা বের করতে পারব। আমি একই সঙ্গে জাতীয় দল ও ডেভোলাপমেন্টের সঙ্গেও কাজ করব। তরুণদের প্রস্তুত করতে আমি ভালবাসি।'


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭