ইনসাইড আর্টিকেল

‘ওরা আমাকে কোথায় রাখবে ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/12/2017


Thumbnail

বেগম জিয়া ধরেই নিয়েছেন তাকে জেলে যেতে হচ্ছে। বৃহস্পতিবার চীনা প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর দলের একজন সিনিয়র নেতাকে একান্তে ডেকে নিলেন বিএনপি চেয়ারপারসন। জিজ্ঞেস করলেন, ‘ একটু খোঁজ নিন তো ওদের প্ল্যান কি, ওরা কোথায় রাখবে আমাকে।’ ঐ নেতা সরকারের একজন উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয়। উপদেষ্টার মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়েছেন। কিন্তু নেতা প্রথমে বুঝতে পারেননি বেগম জিয়া কি বলতে চাচ্ছেন। তাই জিজ্ঞেস করলেন, ‘ ম্যাডাম বুঝলাম না।’ বেগম জিয়া একটু ক্ষেপেই গেলেন। বললেন, ‘আপনার তো কোন চিন্তা নেই, এদিকেও আছেন ওদিকেও আছেন।’ তারপর মামলার বিষয়টি ব্যাখা করলেন। নেতা বললেন, ‘ ম্যাডাম আপনাকে জেলে নেয়ার সাহস ওদের হবে না। সারাদেশে আগুন জ্বলবে।’ অন্যসময় এসব কথায় ভালোই খুশী হতেন বেগম জিয়া কিন্তু সেদিন হলেন না। একটু উষ্মা প্রকাশ করেই বললেন, ‘আমার বাড়ি কেড়ে নিলো, কোথায় আগুন জ্বলেছে? চার বছর ক্ষমতায় রয়েছে, নির্বাচন ছাড়া আমরা কিছু করতে পেরেছি কি? প্রেস কনফারেন্স দেখেছেন,ড্যাম কেয়ার। আমাকে জেলে নেবেই,কোথায় নেবে,খোঁজ নিন।’ নেতা বুদ্ধিমান, তিনি বললেন, ‘ম্যাডাম আপনি কোথায় থাকতে চান?’ বেগম জিয়া বললেন, ‘আমার বাসায় রাখার ব্যবস্থা করতে পারেন। হাউজ অ্যারেস্টের মতো’। নেতা বললেন, হাসপাতালে থাকেন ম্যাডাম, ওটা ভালো হবে।’

ঐ নেতা বেগম জিয়ার সাথে কথা বলে বেরিয়ে আওয়ামী লীগের অন্তত দুজন নেতার সাথে টেলিফোনে আলাপচারিতার আদ্যোপান্ত বর্ণনা করেন। আওয়ামী লীগের সিনিয়র একজন নেতা এই টেলিফোন আলাপচারিতার কথা স্বীকার করে বলেন, ‘বেগম জিয়া সম্ভবত এখন জেল আতঙ্কে ভুগছেন। কিন্তু মামলার তো এখনো অনেক দেরি।’ ঐ নেতা বলেন, ‘আমি তাকে (বিএনপি নেতাকে) বলেছি এসব নিয়ে সরকার কিছু ভাবছে না। আদালত যা করবে, তাই হবে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়ার আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামী ১৯, ২০ এবং ২১ ডিসেম্বর এই মামলার যুক্তিতর্কের দিন নির্ধারিত। ২০১৮ এর জানুয়ারিতে মামলার রায় ঘোষণা করা হতে পারে। বেগম জিয়া তার ঘনিষ্ঠদের বলেছেন, তিনি নিশ্চিত যে এই মামলায় তাকে সাজা দেয়া হবে। নির্বাচন বা সহায়ক সরকারের ফর্মূলা নয়, মামলার পর তিনি কোথায় থাকবেন এবং বিএনপি কিভাবে চলবে এই চিন্তায় এখন ব্যস্ত বেগম জিয়া ও শীর্ষ নেতারা।

Read in English- http://bit.ly/2kG6sQV

বাংলা ইনসাইডার/টিবি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭