ইনসাইড গ্রাউন্ড

কেমন ছিল বিপিএলের চট্টগ্রাম পর্ব?


প্রকাশ: 02/02/2022


Thumbnail

শেষ হলো বিপিএলের চট্টগ্রামের পর্ব। ঢাকায় যাচ্ছেতাই এক প্রথম পর্ব পার করে বিপিএল যেন তার আসল স্বাদ ফিরে পেল চট্টগ্রামে। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি, যেখানে ব্যাটাররা দাপট দেখাবে। অথচ বিপিএলের প্রথম পর্বে ঢাকার ম্যাচগুলোতে যেন টি-টোয়েন্টির আমেজই পাওয়া যায়নি। তবে ক্রিকেট ভক্তদের মনের দুঃখ দূর করেছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। খুব বেশি ম্যাচ না হলেও সেখানে যেমন রান পেয়েছে দলগুলো, তেমনি হ্যাটট্রিকের দেখাও মিলেছে। সবমিলিয়ে বলা যায়, চট্টগ্রামে যেন প্রাণ ফিরে পেয়েছিল বিপিএল। 

২৮ জানুয়ারি থেকে শুরু হয় বিপিএলের চট্টগ্রাম পর্ব। ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮টি ম্যাচ হয় চট্টগ্রামে। প্রায় প্রতিটি ম্যাচেই দলগুলো যেমন বড় রানের দেখা পেয়েছে তেমনি ম্যাচগুলোও ছিল বেশ উপভোগ্য। বিপিএলের ঢাকা পর্বে কোন শতক কিংবা হ্যাটট্রিকের দেখা না মিললেও চট্টগ্রাম পর্বে দুইটি শতক ও একটি হ্যাটট্রিকের দেখা মিলে। 

ঢাকা পর্বে দিনের ম্যাচগুলোতে রানের দেখা মিলতো না, রাতের ম্যাচে রান হলেও সেটা খুব বেশি ছিল না। কিন্তু চট্টগ্রামে যেন তার উল্টো। দিনেও যেমন রান হচ্ছে তেমনি রাতের ম্যাচগুলোতেও দেখা মিলছে রানের। এই চট্টগ্রামেই দলীয় ২০২ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এই বড় রান তাড়া করতে নেমে দারুণ জবাব দেয় সিলেট। সেই এক ম্যাচেই হয়েছিল প্রায় ৪০০ রান। ব্যাটারদের থেকে রান আসায় ক্রিকেট ভক্তরাও দারুণ খুশি ছিল চট্টগ্রাম পর্ব নিয়ে। তাছাড়া এডিআরএস প্রযুক্তি ব্যবহার করায় দর্শকদের মাঝেও কিছুটা সন্তোষজনক দেখা যায়। 

বিপিএলের চট্টগ্রাম পর্বেই দেখা মিলে শতকের। তাও এক ম্যাচেই দুই দলের দুইজন শতক হাঁকান। শুক্রবার (২৮ জানুয়ারি) ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। সেই ম্যাচে লেন্ডল সিমন্সের ঝড়ো, দুর্দান্ত ১১৬ রানের ইনিংসে ভর করে ১৭৫ রান করেছিল সিলেট। অনেকেই ভেবেছিল হয়তো সেই ম্যাচে জয় পাবে সিলেট। তবে দ্বিতীয় ইনিংসে আরও বড় চমক দেখান তামিম ইকবাল। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে ছয় মাসের অবসরের ঘোষণার পর ব্যাট হাতে জ্বলে উঠেন তামিম। ঘরের মাঠে অপরাজিত ১১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

ব্যাটারদের রাজত্বের মাঝেও হ্যাটট্রিক দেখা মিলে চট্টগ্রামে। আর সেই হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মৃত্যুঞ্জয়। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। তার হ্যাটট্রিকেই শেষ পর্যন্ত সেই ম্যাচ জিততে সক্ষম হয় চট্টগ্রাম। এবারের বিপিএলের অন্যতম প্রাপ্তিই বলা যায় এই মৃত্যুঞ্জয়কে। বরিশালের বিপক্ষেও এই বোলারের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। সেটি করতে না পারলেও সে ম্যাচেও তিনি শিকার করেছিলেন চার উইকেট। বিপিএলের বাকি ম্যাচগুলোতেও যে তার প্রতি আলাদা নজর থাকবে সকলের সেটি বলার অপেক্ষা রাখে  না। 

তাছাড়া চট্টগ্রামে সাকিবের রানে ফেরাটাও বেশ স্বস্তি দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। চলতি আসরে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। তবে হাসছিল না সাকিবের ব্যাট। অবশেষে যেন সাকিবের ব্যাটেও রান ফিরলো। চট্টগ্রামে শেষ দুই ম্যাচেই ব্যাট হাতে রান পেয়েছেন এই অলরাউন্ডার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩১ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এর আগের ম্যাচেও ব্যাট হাতে রান পান সাকিব। সে ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ২৭ বলে ৪১ রান করেন তিনি। 

সব মিলিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্ব দেশের ক্রিকেট ভক্তদের এতটাই মুগ্ধ করেছে যে, অনেকেই মজা করে বলছেন বিপিএলের বাকি ম্যাচগুলোও চট্টগ্রামে আয়োজন করা হউক। তবে যাই হউক সফলভাবে চট্টগ্রাম পর্ব শেষ করে আগামীকাল থেকে আবারও বিপিএল ফিরছে ঢাকায়। চট্টগ্রামের মতো দলগুলো মিরপুরে রান পায় কিনা সেটিই এখন দেখার বিষয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭