ইনসাইড গ্রাউন্ড

সুযোগ পেয়েই মেসিকে টপকে গেলেন সুয়ারেজ


প্রকাশ: 02/02/2022


Thumbnail

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। এবার যেন এ রেকর্ড হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। অসুস্থতার কারণে প্যারিস থেকে দেশে আসা হয়নি মেসির। সেজন্য চলমান ম্যাচগুলো খেলছেন না তিনি। সেই ফাকে উরুগুইয়ান ফুটবলার সুয়ারেজের কাছেই এবার একটা রেকর্ড হাতছাড়া হয়ে গেল আর্জেন্টাইন অধিনায়কের।

আজ বুধবার সকালে ভেনেজুয়েলার বিপক্ষে তার দলের ৪-১ গোলের জয়ের শেষটি করেছেন তিনি। তাতেই রেকর্ডটা একান্ত নিজের করে নিয়েছেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজের গোলসংখ্যা ২৮টি। ২৭ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে মেসি। যেখানে ২৭ গোল করতে মেসি ৫৮ ম্যাচ কেলেছিল, সেখানে সুয়ারেজ ২৮ গোল করতে ম্যাচ খেলেছেন ৬০টি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭