লিভিং ইনসাইড

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে যা করবেন


প্রকাশ: 02/02/2022


Thumbnail

বর্তমান সময়ে সময়ে বেশিরভাগ বাসা বাড়িতে রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যাবহার করা হয়। কিন্তু এই গ্যাস সিলিন্ডার ব্যাবহারের ফলে সম্প্রতি সময়ে বাড়ছে দুর্ঘটনা। এটা  খুবই ভয়ঙ্কর,কারণ রান্না করতে গেলেই থাকতে হচ্ছে আতঙ্কে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু আমরা একটু সচেতনতা মেনে চললেই এই দুর্ঘটনা এড়িয়ে যেতে পারি। তাহলে চলুন দেখে নেই দুর্ঘটনা প্রতিরোধে আমরা কি কি করতে পারি-

১)  রান্না করার পর চুলা এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ করে রাখুন।

২)  রান্না ঘরের উপরে ও নিচে ভ্যান্টিলেটরের ব্যবস্থা করুন।

৩)  ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পেলে যত তাড়াতাড়ি সম্ভব ঘরের দরজা জানালা খুলে দিন এবং সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন।

৪) রান্না করার সময় অন্তত আধা ঘণ্টা আগে রান্না ঘরের দরজা জানালা খুলে রাখুন। এতে করে আটকে থাকা গ্যাস থাকলে সেটা বের হয়ে যাবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। 

৫)  এলপিজি সিলিন্ডার চুলা থেকে দূরে রাখুন এবং সিলিন্ডারটি  দরজা জানালার কাছে বা বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। 

৬)  রান্নাঘরে গ্যাসের গন্ধ পেলে কোনোভাবেই লাইটার জ্বালানোর চেষ্টা করবেন না। মোবাইল ফোন বা ইলেক্ট্রিক্যাল সুই অফ অফ বা অন করবেন না।

৭) গ্যাসের চুলা এলপিজি চুলা থেকে নিচে রাখবেন না অন্তত পক্ষে ৬ ইঞ্চি দূরে রাখুন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭