ইনসাইড গ্রাউন্ড

অবশেষে রইলো বাকি দুই!


প্রকাশ: 03/02/2022


Thumbnail

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। নানা নাটকীয়তা, সমালোচনাকে সঙ্গী করে শুরু হচ্ছে এবারের মৌসুম। এবারের লিগ শুরুর আগে বাফুফের ভেন্যু নাটক বিস্মিত করে সবাইকে। স্ট্যান্ডবাইসহ মোট ৯টি স্টেডিয়াম এবারের লিগের জন্য বাছাই করেছিল বাফুফে। সেই নয় ভেন্যু থেকে এখন শেষ পর্যন্ত টিকে রইলো দুই ভেন্যু। বাকি সাত ভেন্যুই বাফুফে বাদ দিয়ে দিয়েছে নানা অজুহাতে।  শেষ পর্যন্ত টঙ্গী ও মুন্সীগঞ্জের মাঠেই হবে এবারের লিগ। 

গত ১ ফেব্রুয়ারি রাতে লীগ কমিটির সভা শেষে এক ক্লাব প্রতিনিধি বলছেন, ‘বাফুফের অনেকেরই আসলে বসুন্ধরা কিংসের ইতিহাস গড়াটা পছন্দ হচ্ছে না। দেশে নতুন হওয়া একটি ক্লাবের নিজস্ব ভেন্যু হয়ে যাবে, এটা তাঁরা মানতে পারছেন না। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের অনুমোদন দেওয়ার সময় তাঁরা এটা ভাবেননি বলে পরে বাতিলের ছুতা খুঁজছিলেন। ’

সেই ছুতাটা কী? বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের মাঠে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচগুলো দেওয়ার অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছিল লীগ কমিটির কাছে। কারণ ক্লাবগুলোর কাছে পাঠানো লীগের খসড়া সূচিতে নিজেদের হোম ভেন্যুতে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ দেওয়া হয়েছিল মাত্র তিনটি করে। অথচ এর চেয়ে বেশি ম্যাচ রেখেছে অন্য ক্লাবগুলোর। এটা দেখেই কমপ্লেক্স কর্তৃপক্ষ চিঠি দিয়ে উল্লিখিত দুই দলের ম্যাচ দেওয়ার অনুরোধ করেছিল। নবনির্মিত মাঠ হওয়ায় ওখানে খেলার চাপ কম দেওয়ারও অনুরোধ ছিল চিঠিতে। এই অনুরোধ পছন্দ হয়নি সালাম মুর্শেদীর, ছুতা পেয়ে যান এই ভেন্যু বাতিলের। ১ ফেব্রুয়ারি রাতে জরুরি সভা ডেকে তিনি সিদ্ধান্ত নেন বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স বাতিলের, ‘বসুন্ধরার ভেন্যুতে এখনো কাজ চলছে। তাই এটা বাতিল করে অন্য দুটিতে হবে লীগ। ’

এটা ঠিক যে, এখন শেষ মুহূর্তের কাজ চলছে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে। এ দেশে এটা নতুন কিছু নয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম করে খোদ বাফুফে আয়োজন করেছিল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। কিন্তু এসব যুক্তি এখন আর কানে তুলছে না বাফুফে। তাহলে প্রশ্ন ওঠে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স অনুপযোগী হলে লীগ কমিটির প্রধান কিসের ভিত্তিতে এটাকে লীগের ভেন্যু হিসেবে অনুমোদন দিয়েছিলেন? এর কোনো সদুত্তর নেই তাঁর কাছে। অথচ প্রো-লাইসেন্স করতে আসা দেশি-বিদেশি কোচরা ৩১ জানুয়ারি বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সে গিয়ে দুর্দান্ত সব ব্যবস্থাপনা দেখে প্রশংসায় উচ্চকণ্ঠ হয়েছিলেন। বাফুফে ভবনে ফিরেও তাঁরা সুখ্যাতি করেছিলেন এই ভেন্যুর।

কিন্তু লীগ কমিটি দেশের আধুনিক ক্রীড়া কমপ্লেক্সটি লীগ ভেন্যুর তালিকা থেকে বাতিল করেছে। যদিও দেশের প্রথম ক্লাব ভেন্যু হিসেবে ইতিহাস রাঙাতে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের আয়োজনে ব্যাপকতা ছিল। সেই খবরও জানত বাফুফে। তাই বাফুফের সহসভাপতি হয়েও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে স্বপ্নের দুয়ার থেকে, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এ দেশের ফুটবলকে নতুন পথ দেখানোর জন্য বসুন্ধরা কিংস ফুটবলে এসেছে। কিন্তু এটাকে গ্রহণ করতে পারার উদারতা না থাকলে আমরা কী করতে পারি? এত খাটাখাটনি করে আমাদের খুব কষ্ট হচ্ছে এখন...। ’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭