ইনসাইড গ্রাউন্ড

আরিফুলের শতকে প্রোটিয়াদের বিপক্ষে বিশাল স্কোর যুবাদের


প্রকাশ: 03/02/2022


Thumbnail

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়ার পর ৫ম স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও যাচ্ছেতাই পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। অলআউট হয়ে গিয়েছিল ১৭৫ রানে। যেখানে মিডল অর্ডার আরিফুল ইসলাম একাই করেছিলেন ১০০ রান।

সেই আরিফুল আজ আবারও সেঞ্চুরি করলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ অনুষ্ঠিত হচ্ছে ৭ম স্থান নির্ধারণী খেলা। অ্যান্টিগার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে আরিফুলের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ২৯৩ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

টানা দ্বিতীয় সেঞ্চুরি করে আরিফুল ইসলাম আউট হয়েছিলেন ১০২ রান করে। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহফিজুল ইসলাম এবং প্রান্তি নওরোজ নাবিল ৫৭ রানের জুটি গড়েন। মাহফিজুল ইসলাম ৩১ বলে ২৯ রান করে আউট হয়ে গেলে মাঠে নামেন আইচ মোল্লাহ। কিন্তু তিনিও আউট হয়ে যান মাত্র ১ রান করে। অথচ বল খেলেছিলেন ১৫টি।

এরপর মাঠে নামেন আরিফুল ইসলাম। মোহাম্মদ ফাহিম, এসএম মেহেরাবকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন তোলেন তিনি। ৩২ বলে ৩৬ রান করে আউট হন মোহাম্মদ ফাহিম। এসএম মেহেরাবও আউট হন ৩৬ রান করে। তাহজিবুল ইসলাম ৪ রান করেন। রিপন মন্ডল অপরাজিত থাকেন ১৪ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৯৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭