ইনসাইড গ্রাউন্ড

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ


প্রকাশ: 04/02/2022


Thumbnail

বিগ ব্যাশে পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযুক্ত হয়েছিল। পরীক্ষা দিয়ে সুখবর পাননি হাসনাইন, বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তার, পিসিবি জানিয়েছে পিএসএলের বাকি অংশ খেলা হবে না তার।

গেল ২১ জানুয়ারি লাহোরের আইসিসি স্বীকৃত টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন মোহাম্মদ হাসনাইন। রিপোর্ট রিভিউ ও ভেরিফাই করে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সপার্ট তার বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে বিস্তারিত জানিয়েছে পিসিবি। তারা লিখেছে-

‘পিসিবি আজ মোহাম্মদ হাসনাইনের অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে আনুষ্ঠানিক ও বিস্তারিত রিপোর্ট পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে। যেখানে উল্লেখ আছে তার করা গুড লেংথ ডেলিভারি, ফুল লেংথ ডেলিভারি, স্লো বাউন্সার ও বাউন্সার এর সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রী সীমার চেয়ে বেশি বাকে।

পিসিবি এই রিপোর্ট নিয়ে তাদের নিজেদের বোলিং এক্সপার্টদের সঙ্গে আলাপ করেছে এবং আত্মবিশ্বাসী যে এই সমস্যা সমাধান করা সম্ভব। পিসিবি এখন মোহাম্মদ হাসনাইনের সঙ্গে একজন বোলিং কনসাল্টেন্ট নিয়োগ দিবে যিনি কিনা তার সাথে কাজ করে বোলিং অ্যাকশন শুধরে দিয়ে আবার অ্যাসেসমেন্টের জন্য তৈরি করবে।

পিএসএল না খেলে সে এই সময়ে পিসিবির নিয়োগকৃত বোলিং কনসাল্টেন্টের সঙ্গে অ্যাকশন শোধরানোর কাজ করবে যাতে করে আবার পরীক্ষা দিয়ে সে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।

অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে না যাওয়া পর্যন্ত হাসনাইন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭