ইনসাইড সাইন্স

ইনস্টাগ্রাম যখন ব্যবসাক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/12/2017


Thumbnail

শিশুদের কাছে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। তবে এর জনপ্রিয়তার পরিসর বেড়ে এখন পৌঁছে গেছে ব্যবসায়ীদের কাছেও। স্ট্যাটিস্টার সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই বলছে বিজনেস ইনসাইডার।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অনেক কোম্পানিই প্রোফাইল তৈরি করছে ইনস্টাগ্রামে। এছাড়া মাত্র ছয় মাসে ফেসবুকের ফটো-শেয়ারিং সেবায় বিজ্ঞাপন দেয়ার মাত্রাও বেড়েছে উল্লেখযোগ্য হারে।  

ইনস্টাগ্রামের ব্যবসা সেবা থেকে সুবিধা নিচ্ছেন ব্যবহারকারীরা। পছন্দের ব্র্যান্ড, কোন পণ্যের ভালো-মন্দ নিয়ে প্রতিক্রিয়া, এমনকি অভিযোগ জানাতে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন তারা। বিভিন্ন বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে ৮০ শতাংশ ইনস্টাগ্রাম ব্যবহারকারী জড়িত বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মারনে লেভিন।

 

বাংলা ইনসাইডার/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭