টেক ইনসাইড

শীর্ষ ধনীর তালিকায় অবনতি মার্ক জাকারবার্গের


প্রকাশ: 05/02/2022


Thumbnail

তিন মাস ধরে ব্যবহারকারী কমতে থাকায় হুট করে ফেসবুকের শেয়ার মূল্যর পতনে বিশ্বের শীর্ষ দশ ধনীর তালিকা থেকে ছিটকে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিন মাসে ১০ লাখ ব্যবহারকারী কমে যাওয়ায় এক ধাক্কায় ২৯.৭ বিলিয়ন মার্কিন ডলার লোকসান গুনেছেন মার্ক। 

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে আকস্মিকভাবে দরপতন ঘটে ফেসবুকের। 

ফেসবুকের শেয়ার মূল্য কমে যাওয়ার এর প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি মেটার শেয়ার বাজারেও। ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ার খবরে মেটার শেয়ারের দাম পড়ে যায় ২৬ শতাংশ।  

ফোর্বসের তথ্যানুযায়ী মঙ্গলবার রাতেও শীর্ষ ১০ ধনীর তালিকায় জাকারবার্গ ছিলেন ৮ নম্বরে। শেয়ারের মূল্য পতনের পর শুক্রবার সকালে তার অবস্থান নেমে যায় ১২ নম্বরে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর এই প্রথমবারের মতো এত বেশি পরিমাণে কমল ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। এতে কমেছে মেটার লভ্যাংশ, ধাক্কা খেয়েছে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবসাও।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭