ইনসাইড গ্রাউন্ড

ক্যানসারে আক্রান্ত হয়েছেন কেয়ার্নস


প্রকাশ: 05/02/2022


Thumbnail

দুঃসময় যেন কাটছেই না ক্রিস কেয়ার্নসের। হার্টের অপারেশন, এরপর স্ট্রোক করে পক্ষাঘাতের কারণে তিনি পাঁচ মাস ধরে ছিলেন হাসপাতালে অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যা থেকে এখনো তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। এক সপ্তাহ হয় নি বাড়ি ফিরেছেন এরই মধ্যে তিনি জানলেন, দুরারোগ্য ক্যানসার বাসা বেধেছে তার শরীরে।  

৫১ বছর বয়সী কেয়ার্নস সেই খবরটা ইনস্টাগ্রামে জানালেন লিখলেন, ‘গতকাল আমাকে বলা হলো, আমার অন্ত্রে ক্যানসার হয়েছে। বড় চমক হয়েই এসেছে বিষয়টা; কারণ, আমি এমন কিছু মোটেও প্রত্যাশা করিনি। তাই এখন আবার শল্যচিকিৎসক আর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঠিক করব, আমার কী করা উচিত। তবে আমি সব সময়ই ভাবি, জীবনের এই পর্যায়ে আসতে পারার জন্য আমি কত ভাগ্যবান!’

১৯৮৯ সালে অভিষিক্ত কেয়ার্নস নিউজিল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ২০০৪ সালে অবসরের আগ পর্যন্ত তার বল হাতে গড় ছিল ২৯.৪, আর ব্যাট হাতে তা ছিল ৩৩.৫৩। ক্যারিয়ার শেষ করার আগে তিনি টেস্টে ৮৭টা ছক্কা হাঁকিয়েছিলেন যা তৎকালীন রেকর্ড ছিল। ২০০ উইকেট আর ৩০০০ রানের ডাবল অর্জন করা ষষ্ঠ অলরাউন্ডার ছিলেন তিনি। 
  
তবে তার মাঠের এই অর্জন কিছুটা ম্লান হয়ে গিয়েছিল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে। যদিও কেয়ার্নস নিজে   হেসেছেন তিনিই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭