ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ: ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ইংল্যান্ড


প্রকাশ: 05/02/2022


Thumbnail

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাটা তাহলে এবার ভারতের হাতে উঠতে যাচ্ছে? বাংলাদেশের কাছে গত আসরের ফাইনালে হেরে যাওয়া ভারতই তাহলে এবার শিরোপা জিততে যাচ্ছে! কারণ, আজ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে ভারত।

অ্যান্টিগার নথ সাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছে ইংলিশরা। ভারতীয় বোলারদের সামনে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে তারা।

ওপেনার জর্জ থমাস ২০ বলে ২৭ রান করে আউট হয়ে যান। জ্যাকব বেথেল ২ রান করে আউট হয়ে যান। অধিনায়ক টম প্রেস্ট কোনো রানই করতে পারেনি। উইলিয়ামস লক্সটন ৪ রানে আউট হন। জর্জ বেল আউট হন শূন্য রানে। রেহান আহমেদ আউট হন ১০ রান করে। অ্যালেক্স হর্টন ১০ রান করে আউট হন।

জেমস রিউ এর ৯৫ ও জেমস সেলসের ৩৪ রানে ভর করে ইংল্যান্ড ১৮৯ রান দাঁড় করায়। শিরোপা জিততে ভারতকে করতে হবে ১৯০ রান। বেশ সুবিধাজনক অবস্থানেই আছে ভারত।

অ্যান্টিগার নথ সাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। কিন্তু ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছে ইংলিশরা। ভারতীয় বোলারদের সামনে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে তারা।

ওপেনার জর্জ থমাস ২০ বলে ২৭ রান করে আউট হয়ে যান। জ্যাকব বেথেল ২ রান করে আউট হয়ে যান। অধিনায়ক টম প্রেস্ট কোনো রানই করতে পারেনি। উইলিয়ামস লক্সটন ৪ রানে আউট হন। জর্জ বেল আউট হন শূন্য রানে। রেহান আহমেদ আউট হন ১০ রান করে। অ্যালেক্স হর্টন ১০ রান করে আউট হন।

জেমস রিউ এর ৯৫ ও জেমস সেলসের ৩৪ রানে ভর করে ইংল্যান্ড ১৮৯ রান দাঁড় করায়। শিরোপা জিততে ভারতকে করতে হবে ১৯০ রান। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭