ওয়ার্ল্ড ইনসাইড

১২ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত


প্রকাশ: 06/02/2022


Thumbnail

আফ্রিকার ১২টি দেশের ওপরে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াম এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের অভ্যন্তরে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি থেকে এসব দেশের বুস্টার ডোজ গ্রহণ করা নাগরিকরা আরব আমিরাত সফর করতে পারবেন।

যেসব দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে-কেনিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, এস্বাতিনি, লেসোথো, মোজাম্বিক, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে আফ্রিকার দেশগুলোতে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে এই নিষেধাজ্ঞা আরোপ করে সংযুক্ত আরব আমিরাত।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭