ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের একজন


প্রকাশ: 06/02/2022


Thumbnail

পর্দা নামল যুব বিশ্বকাপের। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে এবারের শিরোপা নিজেদের করে নেয় ভারত। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গেলেও বিশ্বকাপ শেষ করে অষ্টম হয়ে। দলীয় পারফরম্যান্সে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ডানহাতি পেসার রিপন মন্ডল। যার পুরস্কারও পেয়েছেন আইসিসির তরফ থেকে।

যুব বিশ্বকাপ শেষ হওয়ার পরই আসরের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন ছয় ফুটের বেশি উচ্চতার পেসার রিপন মন্ডল।

এবারের বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে আসরের চতুর্থ সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এ তরুণ। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমেও চার ইনিংসে ৫৬ রান করেছেন রিপন, আউট হননি একবারও। তবে মূলত কার্যকরী বোলিংয়ের সুবাদেই বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ
হাসিবুল্লাহ খান (উইকেটরক্ষক, পাকিস্তান), টিগ উইলি (অস্ট্রেলিয়া), দেওয়াল্ড ব্রেভিস (দক্ষিণ আফ্রিকা), ইয়াশ ঢুল (অধিনায়ক, ভারত), টম প্রেস্ট (ইংল্যান্ড), দুনিথ ওয়েলেলাগে (শ্রীলঙ্কা), রাজ বাওয়া (ভারত), ভিকি ওস্তাওয়াল (ভারত), রিপন মন্ডল (বাংলাদেশ), আওয়াইস আলি (পাকিস্তান) ও জশ বয়ডেন (ইংল্যান্ড)।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭