ওয়ার্ল্ড ইনসাইড

ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে মিলল কিমের ‘প্রেমপত্র’


প্রকাশ: 08/02/2022


Thumbnail

‘মার-এ-লাগো’ নামের ডোনাল্ড ট্রাম্পের একটি অবকাশযাপন কেন্দ্র থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ। নথিগুলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। অনেকে এই নথিগুলোকে ট্রাম্প-কিমের ‘প্রেমপত্র’ বলে অভিহিত করে থাকে। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠিপত্রও রয়েছে। গত মাস পর্যন্ত নথিপত্রগুলোর সন্ধান পায়নি ন্যাশনাল আর্কাইভ।

১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির পর হোয়াইট হাউসের নথিপত্রগুলো সংরক্ষণ করতে ‘প্রেসিডেন্সিয়াল রেকর্ড আইন’ করা হয়। ওই আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কার্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে অনৈতিকভাবে নথিগুলো সরানোর অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষের পর সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু নথিগুলো ফিরিয়ে না দিলেও সেগুলো সরানোর পেছনে ট্রাম্পের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন ট্রাম্পের সাবেক একজন সহযোগী।

ট্রাম্পকে লেখা কিমের চিঠিগুলোর বিষয়টি সামনে আসে ২০১৮ সালে। সে বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা প্রেমে পড়েছি। আসলে, না। তিনি (কিম) আমাকে সুন্দর সুন্দর চিঠি লেখেন।’ ট্রাম্পের ওই বক্তব্য বেশ সাড়া ফেলে। 

গণমাধ্যম থেকে শুরু করে তাঁর বিরোধী, এমনকি নিজ দলের সমর্থকদের কাছেও ওই চিঠিগুলো ট্রাম্প-কিমের ‘প্রেমপত্র’ নামে পরিচিতি পায়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭