ইনসাইড সাইন্স

মিউজিক সাবস্ক্রিপশন সেবা চালুর পরিকল্পনা ইউটিউবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2017


Thumbnail

আগামী বছরের মার্চে পেইড মিউজিক স্ট্রিমিং সার্ভিস চালুর পরিকল্পনা করছে ইউটিউব। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এ কথা জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রেকর্ড লেবেল ওয়ার্নার মিউজিক গ্রুপ এরই মধ্যে ইউটিউবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আর চুক্তি নিয়ে আলোচনা চলছে সনি মিউজিক এন্টারটেনমেন্ট, ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের একটি ইউনিট ইউটিউব।

কোম্পানির আরেক ইউনিট সার্চ ইঞ্জিন গুগল ২০১১ সালে স্ট্রিমিং সার্ভিস গুগল প্লে স্টেশন চালু করে। গত বছর বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশনভিত্তিক ‘ইউটিউব রেড’ চালু করে ইউটিউব। এতে লিলি সিং মাইকেল স্টিভেন্সের মতো জনপ্রিয় নির্মাতাদের তৈরি ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারেন সবাই।

বাংলা ইনসাইডার/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭