ইনসাইড পলিটিক্স

ইউপি নির্বাচনের সপ্তমধাপে আরও পেছালো আওয়ামী লীগ


প্রকাশ: 09/02/2022


Thumbnail

ইউনিয়ন পরিষদ নির্বাচন যেনো ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য এক অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে। নির্বাচনের প্রতিটি ধাপে দলটি ঠিক আগের ধাপের তুলনায় খারাপ ফলাফল অর্জন করেছে। ইউপি নির্বাচনের সর্বশেষ বা সপ্তম ধাপের যে অবস্থান শোচনীয়। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদের সপ্তম ও শেষ ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ১৩৬টি ইউপির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা মাত্র ৩৭টিতে জয় পেয়েছেন। বিপরীতে বিদ্রোহীরা জয় পেয়েছেন ৩৯টিতে। 

এ পর্যন্ত সারা দেশে ৪ হাজার ১১১টি ইউপিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ২ হাজার ১৭০টি ইউপিতে (৫৩ শতাংশ) জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ৩৬৮ জন, অর্থাৎ ৯ শতাংশ প্রার্থীর প্রায় সবাই ক্ষমতাসীন দলের নেতা। সে হিসাবে সাত ধাপের নির্বাচনে আওয়ামী লীগ প্রায় ২ হাজার ৫৩৮টি বা ৬২ শতাংশ ইউপিতে জয় পেয়েছে। 

সাত ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ক্রমান্বয়ে খারাপ ফল করেছেন। প্রথম ধাপে ৭৩ শতাংশ ইউপিতে জয়ী হলেও আওয়ামী লীগের প্রার্থীরা দ্বিতীয় ধাপে ৫৮, তৃতীয় ধাপে ৫২, চতুর্থ ধাপে ৪৭, পঞ্চম ধাপে ৪৮, ষষ্ঠ ধাপে ৫৩ এবং সপ্তম ধাপে মাত্র ২৭ শতাংশ ইউপিতে জয় পেয়েছেন।

এর বিপরীতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচন করা বিদ্রোহীরা জিতেছেন ৯১১টি বা ২২ শতাংশ ইউপিতে। এদিকে বিএনপি থেকে স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ৩৪৯ জন (৮%) প্রার্থী। দলীয় মনোনয়নের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচন করে সারা দেশে বিজয়ী হয়েছেন ৩১৩ জন (৮%)।

তবে সপ্তম ধাপের ইউপি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) হিসাব বলছে, ১৩৮টি ইউপির মধ্যে ৮৫টিতেই জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৮৫টির মধ্যে ২৪টি ইউপিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ৬১টি ইউপিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীও হতে পারেননি আওয়ামী লীগের প্রার্থীরা। ইসি সূত্রে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানা যায়। ইসি সূত্র জানায়, সপ্তম ধাপের ভোটে ৩২টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা ১১ জনের মধ্যে ১০ জনই আওয়ামী লীগের।

বিএনপি এবারের ইউপি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নেয়নি। তবে দলটির স্থানীয় নেতাদের অনেকেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করলেও ভোটের ফলে গতবারের (পাঁচ বছর আগে) চেয়ে ভালো করেছেন বিএনপির নেতারা। ২০১৬ সালে দেশে প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন হয়। ওই নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ছয় ধাপে মোট ৪ হাজার ১০৪টি ইউপিতে ভোট হয়। এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি জয় পেয়েছিল ৩৬৭টি ইউপিতে। অর্থাৎ বিএনপি জয় পেয়েছিল ৮ দশমিক ৯৪ শতাংশ ইউপিতে। এবার ৪ হাজার ১১১টি ইউপিতে ভোট হয়েছে।

গণমাধ্যমের প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ৩৪৯টি ইউপিতে। এর মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপি নেতারা কতটিতে জয় পেয়েছিলেন, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বাকি নির্বাচনগুলোর মধ্যে বিএনপি নেতারা দ্বিতীয় ধাপে ৬৪টিতে, তৃতীয় ধাপে ৯১, চতুর্থ ধাপে ৭৫, পঞ্চম ধাপে ৮৩, ষষ্ঠ ধাপে ২৫ এবং সপ্তম ধাপে ১১টি ইউপিতে জয়লাভ করেছেন। সে হিসাবে বিএনপি নেতাদের জয়ের হার ৮ শতাংশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭