কালার ইনসাইড

সুরসম্রাজ্ঞী লতার মৃত্যুতে বিনোদন সাংবাদিকদের শ্রদ্ধা


প্রকাশ: 09/02/2022


Thumbnail

কিছু মানুষের মৃত্যু জাত-ধর্ম, নবীন-প্রবীণদের ছুঁয়ে যায়। নানাভাবেই চেষ্টা করা হয় সেই মৃত্যুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর। তেমন এক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন সুরের দেবী লতা মঙ্গেশকর। ভারতীয় এই গায়িকার তিরোধানের আঁচ কেবল দেশটিতে সীমাবদ্ধ নেই, সীমানা পেরিয়ে বাংলাদেশেও সমানভাবে শোকস্তব্ধ জাতি।

দেশের বিনোদন জগতের সাংবাদিকরা সোমবার রাতে সদ্যপ্রয়াত এই সুরের দেবীকে বিনম্র চিত্তে স্মরণ করেছেন। তারা এফডিসির পরিচালক সমিতি (স্টাডি রুম) প্রাঙ্গণে লতার ছবির সামনে মোমবাতি প্রজ্জ্বোলন করেন।

তাদের এমন উদ্যোগকে ইতিবাচক আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘এটা খুবই ইতিবাচক উদ্যোগ। সাংবাদিক ভাইদের এমন উদ্যোগে আমার পূর্ণ সমর্থন আছে। কারণ একজন লতা কোনো দেশ বা জাতি নন, তিনি পৃথিবীর মানবজাতির সম্পদ। তাকে সম্মান জানাতে পেরে আমরাও ধন্য।’

সিনিয়র সিনে সাংবাদিক ইমরুল শায়েদ বলেন, ‘এই প্রজন্মের সাংবাদিকরা যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অনবদ্য। কিংবদন্তীর প্রতি এই শ্রদ্ধা এই সেক্টরে দৃষ্টান্ত হয়ে থাকবে।'

অপর সিনিয়র সিনে সাংবাদিক দুলাল খান বলেন, ‘আমাদের জুনিয়র ভাইয়েরা সারপ্রাইজ দিয়ে ফেলল, এটা আমাদের করা উচিৎ ছিল; কিন্তু তার আগেই তারা আমাদের সারপ্রাইজ দিলো। শুধু তা-ই নয় একইসঙ্গে আমাদের মতো সিনিয়রদের ডেকে আয়োজনকে সার্বজনীন করে তুলেছে তারা। এই প্রজন্মের বিনোদন সাংবাদিকদের কাছে তাই প্রত্যাশাও বেড়ে গেলো।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭