ওয়ার্ল্ড ইনসাইড

হাম্বনটোটা বন্দর এখন চীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/12/2017


Thumbnail

ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বনটোটা সমুদ্র বন্দর চীনের কাছে হস্তান্তর করেছে শ্রীলঙ্কা। শনিবার (২ ডিসেম্বর) শ্রীলঙ্কার পার্লামেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দরটি ৯৯ বছরের জন্য চীনকে ইজারা দেওয়া হয়েছে।

বন্দর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ। এই বন্দর নির্মাণে চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল শ্রীলঙ্কা।

বন্দর ইজারা চুক্তির মাধ্যমে চীনের ঋণ পরিশোধ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বিক্রমাসিংহ। এই বন্দর ভারত মহাসাগরের একটি প্রধান বন্দরে পরিণত হবে। একে ঘিরে এলাকাটিতে শিল্পায়ন এবং পর্যটন শিল্পের উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে চীনা প্রতিষ্ঠানগুলোকে বড় ধরনের কর ছাড় এবং বন্দর ইজারার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির বিরোধী দলগুলো। এই চুক্তিকে ‘বন্দর বিক্রির চুক্তি’ বলেও আখ্যায়িত করেছে তারা।

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের আমলে চীনা বিনিয়োগে হাম্বনটোটা বন্দর এবং অর্থনৈতিক অঞ্চলের নির্মান কাজ শুরু হয়েছিলো।

হাম্বনটোটা বন্দরটিকে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলা ইনসাইডার/কেএইচ/টিবি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭